জাতীয় লিগে নতুন দলে আফিফ

ছবি: ছবি- ওয়ালটন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নতুন দলে খেলতে যাচ্ছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। গত দুই আসরে খুলনা বিভাগের হয়ে খেলা এই ক্রিকেটার এবার খেলবেন সিলেট বিভাগের হয়ে। ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন আফিফ নিজেই।
দল পরিবর্তনের কারণ জানেন না এই অলরাউন্ডার। শুধু মাত্র এই আসরের জন্যই সিলেটের হয়ে খেলবেন, নাকি জাতীয় লিগের আগামী আসরগুলোতেও সিলেটের হয়ে খেলতে হবে তাঁকে; জানা নেই খুলনার এই ক্রিকেটারের।

এ প্রসঙ্গে আফিফ বলেন, 'খুলনার হয়ে খেলছি না। আমাকে সিলেটের হয়ে খেলতে বলা হয়েছে, সেখানেই খেলব। এই আসর নাকি সামনের আসরগুলোতে সিলেটের হয়ে খেলতে হবে এখনো জানি না।'
শ্রীলঙ্কায় 'এ' দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে জাতীয় লিগের প্রথম রাউন্ডে খেলতে পারেননি আফিফ। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডে খেলবেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে সিলেট বিভাগ।
২০১৭ সালের জাতীয় লিগে অভিষেক হয় আফিফের। সেই আসরে একটি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ সালে পাঁচ ম্যাচ খেলেন এই ক্রিকেটার। গত আসরে ব্যাট হাতে ১৭.৮৭ গড়ে ১৪৩ রান সংগ্রহ করেন তিনি।
যেখানে একটি হাফ সেঞ্চুরি ছিল তাঁর। বল হাতে নিয়েছেন ৭ উইকেট। এখন পর্যন্ত ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন আফিফ। ৮২৫ রান এবং ১৮ উইকেট রয়েছেন তাঁর নামের পাশে।