জিম্বাবুয়েকে সদস্যপদ ফিরিয়ে দিল আইসিসি
ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির সদস্যপদ ফিরে পেয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সঙ্গে নেপালকেও আইসিসির সদস্যপদ ফিরিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার দুবাইতে আইসিসির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর, জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তেবেংগয়া মুকুহলানি, জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী কির্স্টি কভেন্ট্রি।

আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর বলেন, 'জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আত্মপক্ষ সমর্থনে পুনরায় আমাদের কাছে চিঠি দিয়েছিল। তাদের যুক্তিসঙ্গত দাবিতে জিম্বাবুয়ে ক্রিকেট আইসিসির সদস্যপদ ফিরে পেয়েছে।'
চলতি বছরের জুলাইতে আইসিসি থেকে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। জিম্বাবুয়ে ক্রিকেটের উপর ক্রীড়া হস্তক্ষেপ থাকার কারণে তাদের সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি।
জিম্বাবুয়ে ক্রীড়া মন্ত্রণালয় নিজেদের যৌক্তিক অবস্থান ব্যাখ্যা করায় আইসিসি তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে।