শ্রীলঙ্কার পাকিস্তান সফর বাকিদের জন্য বার্তাঃ রত্নায়েকে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোনো ঝামেলা ছাড়াই পাকিস্তান সফর শেষ করেছে শ্রীলঙ্কা। দেশটির নিরাপত্তা এবং আতিথ্যের প্রশংসা করেছেন শ্রীলঙ্কার কোচ রামেশ রত্নায়েকে। তাঁর বিশ্বাস, এই সফরটি বিশ্বের প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশের জন্য বার্তা স্বরূপ।
২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসের ওপর সন্ত্রাসীর হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়নি। সেই ঘটনার পর শ্রীলঙ্কা দল এই প্রথম দ্বিপাক্ষিক কোনো পূর্ণ সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছে। যদিও ২০১৭ সালে একটি টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তানে খেলে লঙ্কানরা।
এর মাঝে ২০১৫ সালে দুটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তানে গিয়ে খেলে জিম্বাবুয়ে। ২০১৭ সালে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে পাকিস্তান। ২০১৮ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করে ওয়েস্ট ইন্ডিজ।

এবার পাকিস্তান সফর করে এসেছে শ্রীলঙ্কা। এই সফর বিশ্বের বাকি দেশগুলোকে পাকিস্তানে সফরে উৎসাহী করবে বলে ধারণা রত্নায়েকের।
সফর শেষে তিনি বলেন, 'এই সফরটি পুরো বিশ্বের জন্য একটি বার্তা, বিশেষ করে ভবিষ্যৎ শ্রীলঙ্কানদের জন্য। খুবই ভালোভাবে শেষ হয়েছে সফরটি। আমাদের এখানে খেলা আরও অনেক দেশকে সাহস দেবে। পাকিস্তানের আতিথ্যের অভিজ্ঞতা নেয়া অনেক বড় জিনিস।'
'দীর্ঘদিন পর আমি এই এখানে এসেছি এবং সবকিছুই ভালোভাবে হয়েছে। এখানকার নিরাপত্তা অসম্ভব শক্তিশালী। আমি এই সফরের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। কিছু সন্দেহ তো ছিলই। কিন্তু সেগুলো এখন দূর হয়ে গেছে। এমন একটি সফর আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ।'
গত সেপ্টেম্বরের শেষের দিকে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যায় শ্রীলঙ্কা। লঙ্কান দলের অভিজ্ঞ অনেক ক্রিকেটাররাই এই সফর থেকে নিজেদের সরিয়ে নেন।
নতুন একটি দল নিয়ে পাকিস্তানে খেলতে গেলেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে সফরকারীরা। ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর দলকে হোয়াইটওয়াশ করেছে লঙ্কানরা।