promotional_ad

শুরুর ম্যাচে মিরাজকে পাচ্ছে না খুলনা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার। উদ্বোধনী দিন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগের মুখোমুখি হবে স্বাগতিক খুলনা বিভাগ। 


নিজেদের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজকে পাচ্ছে না খুলনা। সোমবার বিসিবির ঘোষিত স্কোয়াডে মিরাজের নাম থাকলেও শেষ মুহূর্তে তাকে প্রত্যাহার করে করে নেয়া হয়েছে।



promotional_ad

শ্রীলঙ্কায় ‘এ’ দলের চার দিনের ম্যাচের সিরিজ শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন ডানহাতি এই স্পিনার। বুধবার খুলনার বিভাগের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে টানা বোলিং করার কারণে প্রথম রাউন্ডে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।


খুলনা বিভাগের কোচ কাজী ইমদাদুল বাশার রিপন ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, ‘মিরাজ আমাদের স্কোয়াডে ছিল। কিন্তু সে আসেনি। শ্রীলংকায় সে টানা বোলিং করেছিল তাই নির্বাচকরা মিরাজকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তাকে পাওয়া যাবে।’


মিরাজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক স্পিনার মঈনুল ইসলাম সোহেলকে। মিরাজের মতো মুস্তাফিজুর রহমানকেও প্রথম ম্যাচে পাচ্ছে না খুলনা। প্রথম রাউন্ডে মাঠে নামার জন্য বোর্ড থেকে ছাড়পত্র দেয়া হয়নি বাঁহাতি এই পেসারকে।



ইমদাদুল বাশার রিপন আরও বলেন, ‘প্রথম রাউন্ডে আমরা মুস্তাফিজকে পাচ্ছি না। সে আমাদের স্কোয়াডে ছিল কিন্তু শেষ মুহূর্তে তাকে মাঠে নামার জন্য ছাড়পত্র দেয়া হয়নি বোর্ড থেকে। দ্বিতীয় রাউন্ডে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা।’


খুলনা বিভাগের স্কোয়াড: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মঈনুল ইসলাম সোহেল, তুষার ইমরান, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানুজ্জামান, মোঃ রনি, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball