promotional_ad

ভারত সফরে সাইফউদ্দিনকে নিয়ে শঙ্কা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মোহাম্মদ সাইফউদ্দিনকে পাওয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। নির্বাচক হাবিবুল বাশার এমনটাই জানিয়েছেন। 


পিঠের চোটের কারণ প্রায়ই মাঠের বাইরে থাকতে হচ্ছে সাইফউদ্দিনকে। যে কারণে ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের স্কোয়াডেও রাখা হয়নি তাকে।


সোমবার ২১তম জাতীয় লিগের জন্য প্রতি দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে সাইফউদ্দিনের পাশাপাশি নাম নেই তাসকিন আহমেদেরও।



promotional_ad

মূলত দুজনই ইনজুরিতে থাকায় তাদের স্কোয়াডে রাখা হয়নি বলে জানিয়েছেন বাশার। তিনি বলেন, 'সাইফউদ্দিন এবং তাসকিন দুজনই চোটে ভুগছে। তাসকিন এখনও বোলিং শুরু করেনি তাই শুরুর রাউন্ডের স্কোয়াডে জায়গা হয়নি তার।


সাইফউদ্দিনের এনসিএলে খেলার সুযোগ খুবই কম। আজ (সোমবার তার স্ক্যান করানো হয়েছে। তার সেরে উঠতে সময় লাগবে। এমনও হতে পারে ভারতের বিপক্ষে সিরিজে সে খেলছে না। আমরা রিপোর্ট হাতে পেলেই সব কিছু নিশ্চিত বলতে পারবো।'


সাইউদ্দিনের ইনজুরি সমস্যার স্থায়ী সমাধানের জন্য এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তার পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে বিসিবি।


ইতোমধ্যে ইংল্যান্ড পাঠানো হয়েছে সাইফউদ্দিনের স্ক্যান রিপোর্ট। প্রয়োজন হলে তাঁকেও ইংল্যান্ডে পাঠানো হবে। যার সম্পূর্ণ খরচ বহন করবে বিসিবি।



বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'সাইফউদ্দিনের স্ক্যান রিপোর্ট ইংল্যান্ড পাঠানো হয়েছে, প্রয়োজন হলে তাকেও সেখানে পাঠানো হবে। যার সম্পূর্ণ খরচ বহন করবে বিসিবি।'


বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী কয়েকদিন আগে ক্রিকফ্রেঞ্জিকে বলেছিলেন, পরশু সাইফউদ্দিনের সিটি স্ক্যান করে আমরা ইংল্যান্ড পাঠাব। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ 


১০ অক্টোবর থেকে শুরু হবে এনসিএলের প্রথম রাউন্ড। অক্টোবরের ২৫ তারিখ থেকে শুরু হবে ভারত সফরের জন্য জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। এর আগে জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডে অংশ নিবেন জাতীয় দলের ক্রিকেটাররা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball