promotional_ad

দেশে ফিরছেন মমিনুল-মিরাজরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ শেষে দেশে ফিরে আসবেন বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার। দেশে ফিরতে যাওয়া ক্রিকেটাররা হলেন মমিনুল হক, জহুরুল ইসলাম অমি, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান মিরাজ এবং সাদমান ইসলাম অনিক।


মঙ্গলবার বাংলাদেশে পৌঁছানোর কথা তাঁদের। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্কোয়াডে রাখা হয়নি তাদের। যে কারণে দেশে ফিরে ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে অংশ নেবেন এই পাঁচ ক্রিকেটার।


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াডে যোগ দিতে শ্রীলঙ্কা গিয়েছেন পাঁচ ক্রিকেটার।



promotional_ad

তাঁরা হলে আরিফুল হক, আফিফ হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ এবং আবু হায়দার রনি। ৯ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। ১২ অক্টোবর কলম্বোতে সিরিজের শেষ ম্যাচে লড়বে দুই দল। 


শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফিফ বলেছেন, ‘দুইদিন অনুশীলন ছিল। এর আগেও সবাই যার যার মতো অনুশীলন করেছে। আমরা যে পাঁচজন শ্রীলঙ্কায় যাচ্ছি, এই দুইদিন কাজে লাগিয়েছি। যেন ভালো খেলা যায় ওই চেষ্টা করব।’


১০ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ। শ্রীলঙ্কায় থাকার কারণে লিগের শুরুর দিকে খেলতে পারবেন না কদিন আগেই ভারত সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দেয়া সাইফ হাসান।


ভারতের মাটিতে দলের ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কায় মনোযোগ দিতে চাইছেন এই ওপেনার। প্রতিটি ম্যাচই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তিনি, ‘সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি সিরিজ আছে আমার জন্য। প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’



‘শ্রীলঙ্কায় যাচ্ছি, সেখানে ফোকাস করছি। সব ম্যাচ গুরুত্বপূর্ণ আমার জন্য। আসার পর জাতীয় লিগও আমার জন্য গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয় রাউন্ড থেকে ইনশা আল্লাহ খেলব। সেটাও আমার পরিকল্পনায় আছে।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball