দলের সঙ্গে অনুশীলনে থাকবেন তো মুস্তাফিজ?

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) সামনে রেখে রবিবার (৬ অক্টোবর) থেকে অনুশীলন শুরু করবে খুলনা ডিভিশন। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার কোচ কাজি এমদাদুল বাশার রিপন।
১০ তারিখ থেকে মাঠে গড়াবে জাতীয় লিগ। এর আগে ক্রিকেটার নিয়ে খুলনাতেই অনুশীলন করবে গেল আসরে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলটি।
আসন্ন ভারত সফরের কথা মাথায় রেখে জাতীয় দলের ক্রিকেটারদের জাতীয় লিগে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ দলের ক্যাম্পের আগে জাতীয় লিগের দুই রাউন্ডে অংশ নিবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

খুলনার হয়ে এবার অংশ নিচ্ছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস এবং মুস্তাফিজুর রহমানরা। যদিও সৌম্য 'এ' দলের হয়ে এখন শ্রীলঙ্কার মাটিতে খেলছেন। মিরপুরের একাডেমিতে প্রতিদিন ব্যাটিং অনুশীলন করছেন ইমরুল কায়েস।
এছাড়া বিপ টেস্টে ব্যর্থ দুই ক্রিকেটার আব্দুর রাজ্জাক এবং তুষার ইমরানের জন্য অপেক্ষায় আছে খুলনা। কোচ রিপন বাশার আশাবাদী, অনুশীলন শুরুর আগেই তাদের পাওয়ার ব্যাপারে।
ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'অনুশীলন তো মাঝে দুই দিন হয়ে এখন বন্ধ আছে। ডিভিশন এখনো ডাকেনি। কাল থেকে শুরু হবে অনুশীলন। সাত আট জন বাইরে আছে। আমাদের দলের রুবেল, মুস্তাফিজ, আল আমিন, সৌম্য, ইমরুল এরা ঢাকাতে আছে। রাজ্জাক আর তুষারের টেস্ট আছে, আজকে মনে হয় হবে।
কালকের মধ্যে ওদেরকে পেয়ে যাব আশাকরি। আল আমিন আছে, আমাদের ১৪ সদস্যের দলে মুস্তাফিজ-রুবেল আছে। মুস্তাফিজ, ইমরুল ওরা ঢাকায়, ৮ তারিখ আমাদের হোটেল দেবে ৭ তারিখ দুপুর থেকেই অনুশীলনে যোগ দেবে তারা। আমাদের ১৪ জনের মধ্যে যারা ফেল করেছে তাদের টেস্ট আছে। সৌম্য হয়তো কালই ফিরবে। পরশু হয়তো যোগ দেবে আশা করি।'
এদিকে এক সূত্র থেকে জানা গিয়েছে, জাতীয় লিগ শুরুর আগের দিন খুলনা যাবেন মুস্তাফিজ। এর আগে মিরপুরেই জাতীয় লিগের জন্য অনুশীলন করবেন এই বাঁহাতি পেসার।
কোচ রিপন বাশার অবশ্য মুস্তাফিজের একদিন আগে যাওয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, 'না না। মুস্তাফিজ খেলা শুরুর আগেই যোগ দিবে। আমাদের সব দলের হোটেল ৮ তারিখ থেকে, ৭ তারিখেই জয়েন করতে হবে সবার। কালকে না হলেও পরশু (৭ অক্টোবর) থেকে সবাইকে পাওয়ার আশা করছি।'