promotional_ad

ভারতে ম্যাকেঞ্জির পরীক্ষা নেবে বিসিবি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেখানে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলবে সাকিব আল হাসানের দল। মূলত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে টাইগাররা।


আসন্ন টেস্ট সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে তাঁকে ব্যাটিং কোচের দায়িত্ব তুলে দিতে।


যেকারণে ভারতের ইন্ডোরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাকেঞ্জি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।



promotional_ad

আকরাম খান বলেন, 'ম্যাকেঞ্জি টেস্ট সিরিজের আগেই আসবে। প্রথম টেস্টেই থাকবে। আমরা যেটি আলাপ আলোচনা করছি যে, একই কোচ যদি লাল এবং সাদা বল দুই দলের জন্য থাকে সেটা দলের জন্য ভালো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।


সে আপাতত প্রথম টেস্টে থাকবে, তবে দ্বিতীয় টেস্টে বলা যাচ্ছে না। আমরা এটি নিয়ে আলোচনা করব। ওর সঙ্গে চুক্তি শুধু টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে, টেস্টে ওর সঙ্গে চুক্তি নেই আমাদের। তবে আমরা চেষ্টা করছি। এখনও ফাইনাল হয়নি।'


কয়েকদিন আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা চেষ্টা করছি ম্যাকেঞ্জিকে আমাদের পূর্ণ মেয়াদী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে। আমরা আশাবাদী যে, সে এই বিষয়টিতে সম্মতি জানাবে। যদি সেটা না হয়, তাহলে আমাদের বিকল্প খুঁজতে হবে।’


দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট, ৬৪টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলেছেন ম্যাকেঞ্জি। ক্রিকেট থেকে অবসরের পর দুইবার দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।



২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয় ম্যাকেঞ্জিকে। এর চারদিন পরই দলের সঙ্গে ওয়েস্ট উইন্ডিজ সফরে গায়ানাতে যোগ দেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball