এই মাসেই আসছেন ভেটরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি কর??সপন্ডেন্ট ||
চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হবে ভারত সফরের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। এর আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন নতুন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি।
শনিবার ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, '২৫ তারিখ থেকে ভারত সিরিজের ক্যাম্প শুরু হবে আমাদের। এই সিরিজের আগে ভেটরি বাংলাদেশে আসবে।'

নভেম্বরে ভারত সিরিজের আগে স্পিনারদের দায়িত্ব নেবেন ভেটরি, আগেই জানা যায়। সাবেক কিউই অধিনায়ক অবশ্য ১০০ দিনের জন্য কাজ করবেন বাংলাদেশ দলের সঙ্গে।
ইংল্যান্ড বিশ্বকাপের পর সাবেক স্পিন বোলিং কোচ সুনিল যোশির সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর গত জুলাই মাসে ভেটরিকে এই দায়িত্ব তুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
ভেটরির সঙ্গে ফাস্ট বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের নামও ঘোষণা করেন তারা। নতুন দুই কোচের যোগ দেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘দুজনই নিশ্চিত করেছে। তাদের সম্মতি নিয়ে নাম ঘোষণা করা হচ্ছে।
ভেটরি এখন আমেরিকায় আছে। তার সঙ্গে কথা বলেই এটা ঘোষণা করা হচ্ছে। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি থেকে যাচ্ছে। বাকি থাকল প্রধান কোচ আর ফিজিও। কদিনের মধ্যে এ দুটি নিয়েও নির্দিষ্ট করে বলতে পারব।’