promotional_ad

স্বাধীনতা পাবেন বলেই বিকেসপিতে নাজমুল আবেদীন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নাজমুল আবেদীন ফাহিম। মূলত কাজের ক্ষেত্র কমে যাওয়ায় গেল মাসে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। গত সোমবার নিজের শেষ কর্মদিবসে পৌঢ় এই কোচ জানিয়েছিলেন, বিসিবিতে কাজ করার স্বাধীনতা পাচ্ছেন না তিনি। 


বিসিবি ছেড়ে যাওয়ার সাত দিনের মাথায় নতুন ঠিকানায় যোগ দিলেন নাজমুল আবেদীন। খেলোয়াড় তৈরির কারখানা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন তিনি। 



promotional_ad

নাজমুল আবেদীন জানিয়েছেন, মন মতো কাজ করার জন্য পূর্ণ স্বাধীনতা পাবেন বলেই বিকেএসপিতে যোগ দিয়েছেন তিনি। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, ‘আমি বিকেসপিতে যোগ দিয়েছি, এখানে যোগ দেয়ার মূল কারণ হলো সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারব।’


দীর্ঘ ১৪ বছর বিসিবির সঙ্গে ছিলেন নাজমুল আবেদীন। শুরুর দিকে বয়সভিত্তিক দলগুলোর কোচ এরপর বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করেছেন। কিন্তু হুট করে সরিয়ে মেয়েদের ক্রিকেট দলের দায়িত্ব দেওয়া হয় তাঁকে।


সেখানে নিজের কাজটা ঠিকমতো করতে না পেরে হতাশা থেকে পদত্যাগপত্র জমা নাজমুল আবেদীন। যাওয়ার আগে জানিয়ে গিয়েছেন, এখন থেকে তিনি মুক্ত। চাইলেই যেকোনো কিছু করতে পারবেন এখন। দায়িত্ব ছাড়লেও নারী ক্রিকেট দলের পাশে থেকে যেতে চান বাংলাদেশের ক্রিকেটের এই অভিভাবক।



তিনি বলেন, ‘আমি এখন চাইলেই ওদের পাশে এসে দাঁড়াতে পারব। আগে হয়তো অনেক বিধি-নিষেধের কারণে অনেক কথা বলতে পারিনি। অনেক কাজে নিজেকে জড়িত করতে পারিনি। এখন হয়তো সেটা থাকবে না। আমি যেকোনো কিছু করতে মুক্ত। কথায় হোক কাজে হোক। লেখায় হোক।’


বিসিবি ছেড়ে যাওয়ার কারণ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার যাওয়ার অনেক কারণ আছে। এর মধ্যে অন্যতম একটি কারণ আমার কাজের যে ক্ষেত্রটি, ব্যাক্তিগত ভাবে আমি মনে করি আমি যেসব কাজের উপযোগী, সেসব কাজ করার সুযোগটা ধীরে ধীরে কমে আসছিল। আমার ধারণা আমি আরও ৫-৭ বছর কাজ করতে পারব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball