বিসিবির পদক্ষেপকে স্বাগত জানালেন রকিবুল

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন জাতীয় ক্রিকেট লিগের আগে ফিটনেস ইস্যুতে বাড়তি মনোযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপ টেস্টে ১১ পয়েন্ট না পেলে কোনো খেলোয়াড় অংশ নিতে পারবে না আসন্ন এই লিগে। বিসিবির এমন সিদ্ধান্ত ক্রিকেটারদের ফিটনেসের প্রতি বাড়তি মনোযোগী করে তুলছে।
গেল কয়েকদিন আগে অনুষ্ঠিত বিপ টেস্টে বেশিরভাগ ক্রিকেটারই পাশ মার্ক পেয়েছেন। যারা ফেল করেছেন তাদের জন্যও থাকছে সুযোগ। বিসিবির ফিটনেস ইস্যুতে এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন খেলোয়াড়রা।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান জানালেন এমনটাই। এছাড়া উইকেট এবং বলের পাশাপাশি আরও কয়েকটি ইস্যুতে মনোযোগ দিতে বিসিবির কাছে সুপারিশ করেছিলেন ক্রিকেটাররা। তাদের সুপারিশে বিসিবি সাড়া দেয়ায় খুশি ক্রিকেটাররা।
রকিবুল বলেন, 'প্রথমত বলব যে আমরা প্রত্যেক বছরই দেখেছি বিসিবির পক্ষ একটা উন্নতির বিষয় থাকে। এবারও সেটা অব্যাহত আছে, আমরাও অনেক খুশি এমন পদক্ষেপে। ফিটনেসের ইস্যুটা যেভাবে তুলে ধরা হচ্ছে, আশা করছি বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরা হবে।
যেমন আমরা আগে থেকেই বলে আসছি যে বল, উইকেট এমন আরও কিছু বিষয় আছে যেগুলোতে উন্নতি করা দরকার। এই বিষয়গুলোতে যে বিসিবি মনোযোগ দিয়েছে এবং কাজ করছে এতে আমরা খুশি।'
জাতীয় লিগের শেষ দুই মৌসুমে ৯ ম্যাচ মিলিয়ে ৩৪১ রান করেছেন রকিবুল। আসন্ন মৌসুমে এর চেয়ে ভালো করার লক্ষ্য স্থির করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে প্রথমবারের মতো ট্রিপল সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান।
রকিবুল আরও বলেন, 'শেষ দুইটা মৌসুম অনেক ভালো গিয়েছে আমার। ব্যাটসম্যান হিসেবে অনেক রান পেয়েছি। এবারও আশা করবো সেই রানের গতি ধরে রাখতে। আরও বেশি রান করার আশা রাখি।'