promotional_ad

নিউজিল্যান্ডে অসাধারণ জয়ে এগিয়ে গেল আকবর-মৃত্যুঞ্জয়রা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ কে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আকবরবাহিনী। 


নিউজিল্যান্ডের লিঙ্কনের বার্ট সুটক্লিফ ওভালে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৪২ রান করেছে কিউইরা। এ দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন জোহরাব। এই ওপেনারের ১১২ রানের সুবাদে এই সংগ্রহ পেয়েছে কিউইরা।


আরেক ওপেনার হোয়াইট করেছেন ৩০ রান। এ ছাড়া ২৯ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সান্ডি। বাংলাদেশের হয়ে ৪১ রান খরচায় দুই উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।



promotional_ad

এ ছাড়া তানজিম সাকিব, শরিফুল ইসলাম, শামিম হোসেন এবং রাকিবুল হাসান নিয়েছেন একটি করে উইকেট।


চ্যালেঞ্জিং রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩১ রানের মধ্যে ওপেনার পারভেজ হোসেন ইমনকে (৬) হারায় যুবারা। এরপর ৯৫ রানের জুটি গড়েন তানজিদ হাসান এবং মাহমুদুল হাসান জয়।


পাঁচটি চার ও দুটি ছক্কায় তানজিদ ৬৫ রানে ফিরলেও রান বাড়াতে থাকেন জয়। তৌহিদ হৃদয়ের সঙ্গে জয় তোলেন আরও ৭৭ রান। হৃদয় ৪০ রানে ফিরলেও সেঞ্চুরির কাছাকাছি চলে যান জয়।


কিন্তু দুর্ভাগ্য তাঁর। ব্যক্তিগত ৯৯ রানে ম্যাকেঞ্জির বলে ফিরে যান তিনি। ৯৯ রানের ইনিংসটিতে ছিল দশটি চারের মার। এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন শামিম হোসেন (১৫*) এবং শাহাদাত হোসেন (৪*)। সিরিজের পরবর্তী ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর, একই ভেন্যুতে।



সংক্ষিপ্ত স্কোরঃ-
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলঃ ৫০ ওভারে ২৪২/৬ (জোহরাব ১১২, হোয়াইট ৩০; মৃত্যুঞ্জয় ২/৪১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ৪৬.৩ ওভারে ২৪৩/৪ (জয় ৯৯, তানজিদ ৬৫, হৃদয় ৪০; ম্যাকেঞ্জি ২/৩৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball