আমি যেকোনো কিছু করার ব্যাপারে মুক্তঃ ফাহিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১৪ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। শুরুর দিকে বয়সভিত্তিক দলগুলোর কোচ এরপর বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করেছেন। কিন্তু হুট করে সরিয়ে মেয়েদের ক্রিকেট দলের দায়িত্ব দেওয়া হয় তাঁকে।
সেখানে নিজের কাজটা ঠিকমতো করতে না পেরে হতাশা নিয়ে পদত্যাগপত্র জমা দেন চলতি মাসে। সোমবার নিজের শেষ কর্মদিবসে এসেছিলেন সবার প্রিয় ফাহিম স্যার। বিসিবির সংবর্ধনা নিয়ে হাসি মুখেই মিরপুর স্টেডিয়ামে ছেড়ে বাড়ি ফিরেছেন।
যাওয়ার আগে জানিয়ে গিয়েছেন, এখন থেকে তিনি মুক্ত। চাইলেই যেকোনো কিছু করতে পারবেন। দায়িত্ব ছাড়লেও নারী ক্রিকেট দলের পাশে থেকে যেতে চান বাংলাদেশের ক্রিকেটারদের এই অভিভাবক।

ফাহিম বলেন, 'আমি এখন চাইলেই ওদের পাশে এসে দাঁড়াতে পারবো। আগে হয়তো অনেক বিধি নিষেধের কারণে অনেক কথা বলতে পারিনি। অনেক কাজে নিজেকে জরিত করতে পারিনি।
এখন হয়তো সেটা থাকবে না। আমি যেকোনো কিছু করতে মুক্ত। কথায় হোক কাজে হোক। লেখায় হোক। আমার মনে হয় একদিক থেকে ভালোই হবে।'
যাওয়ার আগে বোর্ডের সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন ফাহিম স্যার। মেয়েদের ক্রিকেটকে আরও কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন, নারিদের ক্রিকেটে আরও মানুষের সম্পৃক্ততা চান তিনি।
ফাহিম আরও বলেন, 'বোর্ড মনে করেছে নতুন টিম ম্যানেজার রাখা দরকার। কিংবা আমাদের মেয়ে ক্রিকেটাররা কিভাবে বেড়ে উঠবে। এই পরিকল্পনার মধ্যে আরও মানুষের জরিত করা দরকার।
সেক্ষেত্রে আমার কাজ করার যে সুযোগ ছিল সেটা আস্তে আস্তে কমে এসেছে। বোর্ড হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি যদি আরেকটু বড় ক্ষেত্রে কাজ করার সুযোগ পাই। আমি আমার থেকে আরও দিতে পারবো।'