এনসিএলে অনিশ্চিত তাসকিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ইনজুরি বাধা হয়ে দাঁড়িয়েছে তাসকিন আহমেদের। যে কারণে ভালো ফর্মে থেকেও বেঞ্চে বসে থাকতে হয়েছে তাঁকে। সম্প্রতি আবারও ইনজুরির সঙ্গে লড়াই করছেন এই পেসার।
সাইড স্ট্রেন ইনজুরির কারণে অনেকদিন ধরে মাঠের বাইরে তাসকিন। ছোট ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বারের মতো একই ইনজুরিতে ভুগছেন ডানহাতি এই পেসার। সেরে উঠতে পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত।
ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। জাতীয় দল, এ দল, এইচপি দলের হয়ে যখন সতীর্থরা ব্যস্ত সময় কাটাচ্ছেন সে সময় নিজেকে পুরোদমে ফিট করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাসকিন।

৫ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। কিন্তু এর আগে ফিট তাসকিনকে পাওয়া যাবে কিনা এর উত্তর দিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। জানিয়েছেন, চোট থেকে সেড়ে উঠতে আরও সময় লাগবে তাসকিনের।
ক্রিকফ্রেঞ্জিকে বিসিবি চিকিৎসক বলেন, 'ও তিন সপ্তাহ বিশ্রাম নেয়ার পর বোলিং শুরু করতে পারবে। এরপরই আমরা বুঝতে পারবো। এনসিএল খেলার সিদ্ধান্তটা ওকে নিতে হবে।
কেমন বোধ করছে সেটা সে বলতে পারবে ভালো। যদি অল্প ব্যথাও লাগে তাহলে আমরা ওকে নিয়ে ঝুঁকি নিব না। যদি ফিট হয় ভারত সফরের জন্য তাকে পাওয়া যেতে পারে।'
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো তাসকিনের মাঠে ফেরার দিনক্ষণ নিশ্চিতভাবে বলতে পারেননি। চোট গুরুতর হওয়ায় এখনই কোনো মন্তব্য করতে চাননি এই প্রোটিয়া।
ক্যালেফাতো বলেন, 'তাসকিন কবে নাগাদ মাঠে ফিরবে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে খোলামেলা কিছু বলতে চাচ্ছি না। আমি নিজেও তার চোটের গভীরতা বুঝে উঠতে পারছি না।'