promotional_ad

ফাইনালে বৃষ্টি হলে কী হবে

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মঙ্গলবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।


ফাইনালের রোমাঞ্চে অবশ্য বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা আছে। শেষ পর্যন্ত খেলা না হলে কিংবা ফলাফলে পৌঁছানো না গেলে যৌথভাবে বিজয়ী হবে দুই দল।



promotional_ad

কারণ এই ম্যাচের জন্য নেই কোনো রিজার্ভ ডে। মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, হয়েছে বৃষ্টিও। ম্যাচ চলাকালীনও রয়েছে বৃষ্টির শঙ্কা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শিরোপা ঘরে তুলতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ।


দলের কোচ রাসেল ডমিঙ্গো ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার বলেন, ‘৬০-৭০ ভাগ দিয়ে ওদের সঙ্গে জেতা সম্ভব না। জিততে হলে অনেক ভালো খেলতে হবে। আমরা ৬০ ভাগ দিলে আর আফগানিস্তান সামর্থ্য অনুযায়ী খেললে, ওরা আমাদের হারিয়ে দেবে।’ 


‘আমাদের চ্যালেঞ্জ এটাই, সব সময় উন্নতি করে যেতে হবে। আমরা গত ম্যাচে সম্ভবত আমাদের সামর্থ্যের ৬০-৭০ ভাগ দিতে পেরেছি। কিন্তু আফগানরাও কেবল তাদের সামর্থ্যের ৫০-৬০ ভাগ দিতে পেরেছিল। আমরা যদি আমাদের একাগ্রতা বাড়াতে না পারি, আফগানিস্তান অবশ্যই হারাতে পারে আমাদের, কোনো সংশয় নেই।’ যোগ করেন ডমিঙ্গো।



বাংলাদেশের মতো আফগানিস্তানের চোখও শিরোপায়। হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা আফগান অধিনায়ক রশিদ খান সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘গ্রুপ পর্ব শেষ, তা নিয়ে না ভেবে আমরা ফাইনালে মনোযোগ দিচ্ছি।


প্রথম দুই ম্যাচে আমরা যেটা করেছি, সেই মৌলিক ব্যাপারগুলো ঠিক রাখতে হবে আমাদের। পরের দুই ম্যাচে না পারলেও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা আগেই ফাইনালে উঠেছি। আগের জয়-হার ফাইনালে কাজে লাগবে না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball