promotional_ad

ফাইনাল খেলছি এটাই গুরুত্বপূর্ণঃ রশিদ খান

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুতে দাপট দেখিয়েছে আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে স্বাগতিক বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে হারিয়েছে দলটি। কিন্তু চট্টগ্রাম পর্বের দুটি ম্যাচই হেরেছে তারা। যদিও এতে আক্ষেপ নেই আফগান অধিনায়ক রশিদ খানের। কারণ ফাইনালে ঠিকই জায়গা করে নিয়েছে তাঁর দল।


বিগত ম্যাচগুলোর ফলাফলে দৃষ্টি দিতে চান না রশিদ খান। ফাইনালে স্বাগতিকদের হারিয়ে শিরোপা ঘরে তোলাই একমাত্র লক্ষ্য আজগর আফগান, মোহাম্মদ নবিদের। ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রশিদ খান জানিয়েছেন, ফাইনাল ম্যাচটাই এখন গুরুত্ব পাচ্ছে তাদের কাছে।


আফগান অধিনায়কের ভাষায়, ‘আমরা গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরেছি এবং দুটিতে জিতেছি। এখান থেকে ইতিবাচক জিনিস নিতে হবে আমাদের। গ্রুপ পর্ব শেষ, আমাদের পরবর্তী খেলার দিকে মনোনিবেশ করতে হবে। নিজেদের মৌলিক কাজগুলো ঠিকঠাক রাখতে হবে। আমরা প্রথম দুটি ম্যাচ ঢাকায় জিতেছি এবং সেটার পুনরাবৃত্তি করতে হবে।’



promotional_ad

‘আমাদের বেশি কিছু চিন্তা করা উচিত না। এটা কোনো বিষয় না আমরা হেরেছি, নাকি জিতেছি। সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে আমরা এখন ফাইনালে। চেষ্টা থাকবে ফাইনালে শতভাগ দেয়ার।’ যোগ করেন বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার।


ফাইনালে বাংলাদেশকে হারানোর সামর্থ্য রাখে রশিদ খানের দল। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়বারের দেখায় চারবারই হেরেছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসের পাল্লা আফগানদের দিকেই ভারী।


রশিদ খানও মনে করছেন, নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে তাঁর দল। তাই ফাইনালে সহজাত ক্রিকেট খেলতে চায় আফগানরা।


‘টি-টোয়েন্টিতে গত ৩-৪ বছর ধরে যেভাবে আমরা ক্রিকেট খেলছি। আমরা যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি বিশ্বের যেকোনো দলকেই হারাতে পারি। আমার মনে হয় আমাদের সেই দক্ষতা এবং মেধা আছে। আমাদের শুধু স্থির থেকে পারফর্ম করতে হবে।‘ বলেছেন ২০ বছর বয়সী এই লেগ স্পিনার।



স্বভাবতই বাংলাদেশকে হারানোর সব অস্ত্র নিয়ে মাঠে নামবে আফগানরা। জয়ের জন্য মরিয়া স্বাগতিকরাও। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball