লিটন-মুশফিকের পার্থক্য ধরিয়ে দিলেন ডমিঙ্গো

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে নিয়ে প্রায় সব সময়ই সমালোচনা ছিল। সম্প্রতি সময়ে সমালোচনার পরিমাণটা বেড়েছে। ইংল্যান্ড বিশ্বকাপ, শ্রীলঙ্কা সিরিজের পর চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও উইকেটের পেছনে নড়বড়ে অবস্থায় দেখা গেছে মুশফিক।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও বেশ কয়েকটি ভুল করেছেন তিনি। যে কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের আগে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে উত্তর দিতে হলো মুশফিকের উইকেটকিপিং নিয়ে। প্রধান কোচ অবশ্য উইকেটরক্ষক মুশফিকে সন্তুষ্ট।

আরেক উইকেটরক্ষক লিটন দাস দলে থাকার পরও মুশফিক কেন এই দায়িত্ব পালন করছেন, সেটাও খোলাসা করেন এই প্রোটিয়া কোচ। ডমিঙ্গো জানিয়েছেন, ফিল্ডিংয়ে ভালো হওয়ায় লিটনকে উইকেটের পেছনে দায়িত্ব দেয়া হচ্ছে না।
প্রোটিয়া এই কোচ বলেন, ‘লিটন ফিল্ডিংয়ে খুবই ভালো। মুশফিকের তুলনায় সে ভালো। আমার কাছে মাঠে ভালো ফিল্ডার থাকাটা বেশি প্রাধান্য পায়। তারা অন???তত ৫-৬ রান হলেও বাঁচাতে পারে। আফিফ, শান্ত, লিটনরা এই ফরম্যাটের জন্য অনেক কার্যকরী। লিটন কিপিং করছে না, এটাই মূলত কারণ।’
‘মুশফিককে নিয়ে আমি সন্তুষ্ট। সে হয়তো আগের ম্যাচে ২-১টি বল ধরতে পারেনি। কিন্তু উইকেটের পেছনে সে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করে। অভিজ্ঞ হওয়ার কারণে সে অধিনায়ককেও সহায়তা করতে পারে। কারণ সে সেখান থেকে অনেক কিছু দেখতে পায়, যা আমাদের জন্য বাড়তি সুবিধা বলা চলে।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে সোমবার কিপিংয়ে ঘাম ঝরিয়েছেন মুশফিক। অনুশীলন নেমে দলের সতীর্থরা যখন রানিং, ব্যাটিং আর ক্যাচিং নিয়ে ব্যস্ত, সে সময় মূল উইকেটের পাশের উইকেটে ছায়া অনুশীলন করেছেন এই উইকেটরক্ষক।
একজন ব্যাটসম্যানকে ছায়া হিসেবে দাঁড় করিয়ে প্রায় ৩০ মিনিটের মতো অনুশীলন করেছেন মুশফিক। এরপর নিল ম্যাকেঞ্জির সঙ্গে বাকি ফিল্ডারদের নিয়ে ক্যাচিং অনুশীলন করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।