বাংলাদেশের নেটে রায়ান কুক যখন রশিদ খান

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রশিদ খান। সেই ম্যাচে পুরোদমে বোলিং করতেও কষ্ট হয়েছে তাঁর। যার সম্পূর্ণ ফায়দা নিয়েছে বাংলাদেশ দল। ইনিংসের ১৮তম ওভারে রশিদের বিপক্ষে ১৯ রান নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন সাকিব-মোসাদ্দেক।
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া অধিনায়ককে ফাইনালে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে আফগানিস্তান। ফাইনালে বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনারের খেলা নিয়ে শঙ্কায় থাকলেও বাংলাদেশ দল তাঁকে নিয়ে বেশ সতর্ক। ফাইনালের আগের দিন ব্যাটসম্যানদের অনুশীলন দেখে এমনই ইঙ্গিত পাওয়া গেল।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন রশিদ। চট্টগ্রামে একমাত্র টেস্টে নিয়েছেন ১১ উইকেট। তাই ফাইনালের আগে রশিদ আতঙ্ক দূর করতে নেটে লেগ স্পিনের বিপক্ষে বাড়তি অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
দলের ফিল্ডিং কোচ রায়ান কুক পালন করছেন রশিদ খানের ভূমিকা। সঙ্গে ছিলেন প্রথম ডিভিশন খেলতে যাওয়া আরেক তরুণ সাব্বির। পালা করে মোসাদ্দেক হোসেন, মুশফিকুকে লেগ স্পিন করেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। আর সাকিবকে লেগ স্পিন করেছেন সাব্বির।
প্রায় ২০ মিনিটের মতো বোলিং করেছেন কুক। অনুশীলনে উপস্থিত ছিলেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিও। শেষের দিকে সাব্বির রহমানকেও লেগ স্পিন করেছেন ফিল্ডিং কোচ কুক ।
২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলবে বাংলাদেশ। শিরোপা ঘরে তোলার জন্য নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত রাখতে চায় স্বাগতিকরা। যে কারণে আফগান সব ধরনের অস্ত্রের জন্য প্রস্তুত হচ্ছেন মোসাদ্দেক, মুশফিক, সাব্বির এবং সাকিবরা।