promotional_ad

ভারতকে সিরিজ জিততে দিলেন না ডি কক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাঠে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সফরকারী ভারতকে পাত্তাই দেয়নি দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটের জয় তুলে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে কুইন্টন ডি ককের দল।


জয়ের জন্য স্বাগতিকদের ১৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বিরাট কোহলির ভারত। সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে রিজা হেনরিকসের সঙ্গে ৭৬ রান স্কোরবোর্ডে যোগ করেন অধিনায়ক ডি কক।



promotional_ad

২৮ রান করা হেনরিকস হার্দিক পান্ডিয়ার বলে সাজঘরে ফিরলে টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যেতে থাকেন ডি কক। তুলে নেন হাফ সেঞ্চুরি। ৫২ বলে তার ঝড়ো ৭৯ রানের ইনিংসের সুবাদে ১৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রটিয়ারা।


ডি কক ৭৯ এবং বাভুমা অপরাজিত থাকেন ২৭ রানে। একটি মাত্র উইকেট তুলে নেন পান্ডিয়া। এর আগে প্রথমে ব্যাটিং করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১৩৪ রান।


সর্বোচ্চ ৩৬ রান আসে ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে। এছাড়া রিশাব পান্ত ১৯, হার্দিক পান্ডিয়া ১৪ এবং রবিন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ১৯ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন পেসার কাগিসো রাবাদা।



বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যাক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার ১৪৯ রানের জবাবে বিরাট কোহলির দল ৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball