রশিদকে আমরা কখনোই ভয় পাইনিঃ মোসাদ্দেক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে অবশেষে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্ট এবং চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে সাকিববাহিনী।
ফাইনালের আগে এমন জয় দলের মাঝে আত্মবিশ্বাস আরেকটু বাড়িয়ে দিয়েছে। আর এই ম্যাচে আফগান স্পিনারদের বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন ব্যাটসম্যানরা। নিজেদের শেষ পাঁচ দেখায় ৪ বার আফগানদের কাছে হেরেছিল বাংলাদেশ।
পাঁচ ম্যাচে আফগান স্পিনাররা নিয়েছিলেন ২০ উইকেট, যার মধ্যে অধিনায়িক রশিদ খানের শিকার ছিল ১০ উইকেট। ফাইনালের আগে শেষ দেখা হওয়ার ম্যাচে দুই উইকেট নিয়েছে তিনি। শু

শুরুর দিকে ডানহাতি এই স্পিনারকে সামাল দিয়ে খেললেও ইনিংসের ১৮তম ওভারে তার বিপক্ষে ১৮ রান নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয় বাংলাদেশ। শুরুর দুই ওভারে মাত্র ৯ রান দেয়া রশিদকে কখনো ভয় পেতে না বাংলাদেশ।
ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসা মোসাদ্দেক হোসেন এমনটাই জানলেন। ইনজুরি থাকা এই স্পিনারের ওভারে সুযোগ এসেছিল আর সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছে বাংলাদেশ।
মোসাদ্দেক বলেন, 'আমি কখনোই বলিনাই যে রশিদ খানকে নিয়ে আমরা ভয়ে ছিলাম। আমি মনে করিনা যে ওকে নিয়ে ভয় পাওয়ার কিছু আছে। ইনজুরি নিয়ে আগের ওভারে উইকেট পে???েছে। আমাদের একটি ওভারে সুযোগ নিতেই হতো। আমরা ওর ওভারে সফল হয়েছি।'
বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারের সময় পায়ে চোট পান রশিদ খান। ওভারের পঞ্চম বলে মোহাম্মদ নবির বলে ২ রান নেয়ার জন্য দৌড় দেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।
সে সময় বল দৌড়ে বল থামাতে গিয়ে হুট করে মাটিতে লুটিয়ে পড়েন রশিদ। বেশ কিছুক্ষন মাটিতে শুয়ে থাকার পর উঠে দাঁড়ালেও হাঁটতে কষ্ট হচ্ছিলো আফগানিস্তানের এই অধিনায়কের।
পরবর্তীতে ফিজিওর সাহায্যে মাঠ ছাড়েন আফগানিস্তানের এই অধিনায়ক। মাঠ ছাড়ার প্রায় ২০ মিনিট পর চিকিৎসা নিয়ে ফিরে আসেন তিনি। এরপর ব্যাথা নিয়ে বোলিংও করেছেন আফগান অধিনায়ক।