হাফ সেঞ্চুরিয়ান সাকিবে স্বপ্ন দেখছে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান। ইতোমধ্যে দুই দলের ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষা মাত্র। আর এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রানের পুঁজি পেয়েছে রশিদ খানের আফগানিস্তান। ১৩৯ রানের লক্ষ্যে এখন ব্যাটিং করছে বাংলাদেশ।
সাকিবের ফিফটিঃ দুই ওপেনারকে হারালেও মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক সাকিব। দুজন মিলে ৫৮ রানের জুটি গড়ার পর মুশফিক বিদায় নেন ২৬ রানে। খানিক পর মাহমুদউল্লাহ এবং সাব্বির ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব।

ব্যর্থ ওপেনাররাঃ ১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বসেছে বাংলাদেশ। মুজিব উর রহমানকে সোজা উড়িয়ে মারতে গিয়ে লং অনে আজগর আফগানের হাতে ক্যাচ দিয়ে বসেন লিটন।
৪ রান আসে তার ব্যাট থেকে। এর ৬ বল পর রশিদ খানকে ৫ রানে থাকা অবস্থায় ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। দুই ওপেনারের বিদায়ে ক্রিজে নেমেছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ১৩৮/৭ (২০ ওভার) (জাজাই ৪৭, গুরবাজ ২৯; আফিফ ২/৯, সাকিব ১/২৪)
বাংলাদেশঃ ১০১/২ (১৫ ওভার)