promotional_ad

ম্যাকেঞ্জির বিশেষ ক্লাসে ওপেনাররা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ঢাকা পর্বে ওপেনারদের কাছ থেকে ভালো শুরু পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৬ রানে উদ্বোধনী জুটির পতন ঘটে স্বাগতিকদের। আফগানিস্তানের বিপক্ষে ভালো শুরুর আশায় অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে ওপেনিংয়ে পাঠায় বাংলাদেশ।


তবুও রক্ষা হয়নি, ০ রানেই উদ্বোধনী জুটি ভাঙ্গে সাকিব আল হাসানের দলের। বাজে ফর্মের কারণে সিরিজে দুই ম্যাচ খেলা নিয়মিত ওপেনার সৌম্য সরকার ছিটকে পড়েন। স্কোয়াডে যোগ করা হয় দুই নতুন মুখ নাজমুল হোসেন শান্ত এবং নাঈম শেখকে। চট্টগ্রামে এসে নতুন ওপেনিং জুটি পায় বাংলাদেশ।


শান্ত এবং লিটনের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৯ রান স্কোরবোর্ডে যোগ করে টাইগাররা। যেখানে লিটন দাস ছিলেন আগ্রাসী ভূমিকায়। তাঁর ব্যাট থেকে আসে ২২ বলে ৩৮ রান। ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারিতে ইনিংস সাজিয়েছেন লিটন।



promotional_ad

ইতোমধ্যে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে সাকিব-মুশফিকরা। তাই শুক্রবার অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।


যেখানে খেলোয়াড়দের চেয়ে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটিয়েছেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। বিশেষ করে দলের ওপেনারদের প্রতি বাড়তি মনোযোগ ছিল তাঁর। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং নাঈম শেখের সঙ্গে আলাদা করে কাজ করেছেন এই প্রোটিয়া।


ওপেনার লিটন দাসের সঙ্গে দেড় ঘন্টার মতো কাজ করেছেন। মূলত এই ব্যাটসম্যানের মৌলিক ব্যাটিং নিয়ে বেশি কাজ করেছেন ম্যাকেঞ্জি। ফাইন লেগ অঞ্চলে সুইপ এবং স্কুপ করে কীভাবে রান বের করতে হয়।


উইকেটরক্ষক এবং ফাইন লেগ অঞ্চলের ফিল্ডারের মাঝে রান বের করার দিকে বেশি মনোযোগ ছিল দুজনের। ব্যাকফুটে গিয়ে শরীরের ওজন কাজে লাগিয়ে স্কুপ খেলার বিষয়ে লিটনকে পরামর্শ দেন ম্যাকেঞ্জি। 



এছাড়া কোমর সোজা রেখে কভার ড্রাইভ এবং তার শারীরিক ভঙ্গি নিয়েও কাজ করেছেন তিনি। যেন বাড়তি শক্তি নিয়ে শট হাঁকাতে পারেন। এছাড়া ব্যাটিংয়ের সময় মাথার পজিশন কীভাবে সঠিক রাখতে হয় সেটা নিয়ে কাজ করেছেন নাঈম শেখের সঙ্গে।


নাজমুল হোসেন শান্তকেও সময় দিয়েছেন ম্যাকেঞ্জি। লিটন-শান্তর জুটি যেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয় সেটার জন্যই বাড়তি মনোযোগী ছিলেন বাংলাদেশ দলের এই ব্যাটিং পরামর্শক। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball