আত্মবিশ্বাস তলানিতে, মেনে নিলেন সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের পর থেকে একের পর এক ম্যাচ হারে আত্মবিশ্বাস তলানিতে নেমে গেছে বাংলাদেশ দলের। এর ফলেই খেলোয়াড়রা মাইন্ড সেট টিক ভাবে প্রয়োগ করতে পারছেন না বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের পর সাকিব মেনে নিয়েছেন, তাঁর দলের আত্মবিশ্বাস তলানিতে রয়েছে।

এ প্রসঙ্গে সাকিব বলেছেন, 'আত্মবিশ্বাস যেহেতু তলানিতে, সে কারণে মাইন্ড সেটটাও পরিষ্কার না। একটা আরেকটার পরিপুরক বলতে পারেন।'
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরটা ভালো যায়নি বাংলাদেশের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এরপর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারতে হয়েছে টাইগারদের।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই হার দেখলেন সাকিবরা। নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে বুধবার আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।