নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল আফগানিস্তান

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সফরকারী আফগানিস্তান। ২৫ রানের এই জয়ে দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়েছে রশিদ খানদের দল।
২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত টানা বারোটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। এই ফরম্যাটে যেকোনো দলের জন্য এটি সর্বোচ্চ। ২০১৭ সালের ৫ জুন সর্বশেষ টি-টোয়েন্টিতে হেরেছিল আফগানরা।

অবশ্য আগের রেকর্ডটিও আফগানিস্তানেরই। ২০১৬ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজকে ৬ রানে হারিয়েছিল তারা। এরপর ২০১৭ সালের ১২ মার্চ পর্যন্ত টানা ১১ ম্যাচ জিতে রেকর্ড গড়ে দলটি। যদিও পরাজিত দলগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড এবং ওমান।
টানা ম্যাচ জয়ের রেকর্ডের তালিকায় আফগানিস্তানের পরে আছে পাকিস্তান। ২০১৮ সালের ৪ জুলাই থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৯টি ম্যাচ জিতেছিল তারা। এরপর যথাক্রমে তালিকায় আছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড।
৬ মে ২০১০ থেকে ১২ জানুয়ারি ২০১১ সাল পর্যন্ত ইংল্যান্ডও জয় পায় টানা ৮ ম্যাচে। অপরদিকে আয়ারল্যান্ড ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত টানা সব ম্যাচে জয় পায়। তাদের জয়ের সংখ্যাও ৮।