শেষ ১০ ওভারেই ম্যাচ থেকে ছিটকে গেছিঃ সাকিব
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩৯ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। এমন হারের পর শেষ দশ ওভারে বাজে বোলিংকে দুষছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, প্রথম দশ ওভারে তাঁর দলে ঠিক পথেই ছিল। কিন্তু শেষ ১০ ওভারে বাজে বোলিং ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে বাংলাদেশকে। এই রান তাড়া করে তাঁর দল ব্যাট হাতেও ভালো করেনি। সেটা স্বীকার করে নিয়েছেন এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে সাকিবের ভাষ্য,' আমি মনে করি আমরা প্রথম ১০ ওভারে দুর্দান্ত ছিলাম। শেষ ১০ ওভারে একশোর বেশি রান করেছে। এটাই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এই রান তাড়া করে আমরা ব্যাট হাতেও ভালো করিনি।'
পাওয়ার প্লের ১০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ৬০ রান। এরপর থেকেই টাইগার বোলারদের তুলোধোনা করেছেন আফগান ব্যাটসম্যানরা। মোসাদ্দেক হোসেনের করা ১২তম ওভার থেকে ১২ রান ও তাইজুলের করা ১৫তম ওভার থেকে ১৬ রান তুলেছে আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে এই ম্যাচে সবচেয়ে খরুচে ওভারটা করেছেন সৌম্য সরকার। ১৮তম ওভারে এসে ২২ রান দেন তিনি। এরমধ্যে একাই ২১ রান নিয়েছেন মোহাম্মদ নবি। এর পরের ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনকে দুটি ছক্কা মারেন নবি। সেই ওভার থেকে আসে ১৭ রান। মূলত এই খরুচে বোলিংই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
বল হাতে ব্যর্থতার পর ব্যাট হাতে ইতিবাচক থাকার চেষ্টা করছিল বাংলাদেশ। তবে সেখানেও ব্যর্থ হয় টাইগাররা। তাই হতাশ সাকিব বলেছেন, 'আমরা ইতিবাচক থাকার চেষ্টা করেছিলাম। আজকে আমরা ভালো শুরু প্রত্যাশা করেছিলাম। দুর্ভাগ্যবসত এটা হয়নি। আমরা তাদের বাড়তি অনেক রান দিয়েছে। সীমিত সময়ের মধ্যে আমাদের ঘুরে দাঁড়ানো উচিত।'