ভারত বলেই বাজে আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে কলঙ্কিত আম্পায়ারিংয়ের কারণে স্বপ্ন যাত্রার সমাপ্তি ঘটেছিল বাংলাদেশের। এর ক্ষত এখনও শুকায়নি বাংলাদেশের ক্রিকেট থেকে। এখনও ভারতের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় থাকে আম্পায়ারিং।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৫ রানে হেরেছে বাংলাদেশ। এ হারে অবদান রয়েছে আম্পায়ারেরও।
বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে যুব এশিয়া কাপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। যুব দলের অলরাউন্ডার শামিম পাটোয়ারি জানিয়েছেন, ভারতের সঙ্গে খেলা হলেই কেন বাজে আম্পায়ারিং হয় এর কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।

শামিমের ভাষ্য, 'আপনারা সরাসরি খেলা দেখেছেন। আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। আপনারা আমাদের চাইতেও ভালো দেখেছেন। তখন তো আমরা আর দেখি নাই। আমাদের সাথে খেলা হলেই কেন এমন হবে। ভারতের সাথে খেলা হলেই দুইটা-একটা বাজে আউট দিয়ে খেলাটা ফিনিশিং করে দেয়।'
২ উইকেট হাতে রেখে জয় থেকে ৬ রান দূরে ছিল বাংলাদেশ যুব দল। সেই সময় আম্পায়ারের ভুল এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে খেসারত গুণতে হয় তানজীম হাসানের (৩৫ বলে ১২)। টিভি রিপ্লেতে দেখা গেছে ভারতের স্পিনার আনকোলেকারের বলটি তাঁর ব্যাটে লেগে প্যাডে লেগেছিল।
বল ব্যাটে লাগার শব্দও পাওয়া গেছে। তবে আম্পায়ার আউট ঘোষণা দেন। এর দুই বল পর শেষ উইকেট হারালে ১০১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের যুবারা। সেই সঙ্গে যুব এশিয়া কাপের প্রথম শিরোপা জয়েরও স্বপ্নভঙ্গ হয় জুনিয়র টাইগারদের।
এর আগে, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচের ৪০তম ওভারে রুবেল হোসেনের করা চতুর্থ বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন ভারতের ওপেনার রোহিত শর্মা। সেই ক্যাচ লুফে নেন ইমরুল কায়েস।
কিন্তু ফিল্ড আম্পায়ার ইয়ান গোল্ড ফুলটস বলটি নো ডেকে দিলেন! থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তেই অটল থাকেন। ফলে ব্যক্তিগত ৯০ রানে জীবন পান ভারতের এই মারকুটে ব্যাটসম্যান।
এই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের দ্বিতীয় ঘটনা এটি। প্রথমটি ঘটেছিল ৩৪তম ওভারে। মাশরাফি বিন মুর্তজার করা একটি বল ভারতের ব্যাটসম্যান সুরেশ রায়নার প্যাডে লাগে। বাংলাদেশের খেলোয়াড়দের আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
টিভি রিপ্লেতে দেখা যায় বল পিচআপ করে মিডল স্ট্যাম্পের ওপরেই ছিলো। এর আগে টাইগার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের আউট নিয়েও ধোঁয়াশা ছিল। এবার একই চিত্র দেখা গেল যুব বিশ্বকাপে।