আফিফকে ভালোই চেনা গুরবাজের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন আফিফ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সে ত্রিদেশীয় সিরিজের আরেক দল আফগানিস্তানেরও নজর কেড়ে দিয়েছেন এই তরুণ অলরাউন্ডার।
আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমতউল্লাহ গুরবাজ জানিয়েছেন, আফিফের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই অলরাউন্ডারের ব্যাটিং মুগ্ধ করেছে তাঁকে।

এ প্রসঙ্গে গুরবাজ বলেছেন, 'আফিফ অনেক ভালো খেলেছে। আফিফের সঙ্গে আমি অনেক বেশি খেলেছি। সে 'এ' দল এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বেশ ভালো খেলেছে। সে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।'
কদিন আগেই আফগানিস্তান 'এ' দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন গুরবাজ। সেই সিরিজে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলেছিলেন আফিফ। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৬৭ গড়ে ২০১ রান করে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন গুরবাজ।
আর ৪৬.৫০ গড়ে ১৮৬ রান করে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন আফিফ। ৯১ গড়ে ২৭৩ রান করে শীর্ষে ছিলেন দলটির আরেক ব্যাটসম্যান ইব্রাহীম জাদরান। এবারক আফিফ-গুরবাজরা জাতীয় দলের হয়ে একে অপরের মুখোমুখি হচ্ছেন।
আফিফের প্রশংসা করলেও আফগান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন বাংলাদেশের নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তা করছেন না তিনি। দলের জন্য ভালো খেলতে মুখিয়ে আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
গুরবাজের ভাষ্য, 'আমি বাংলাদেশ দলকে নিয়ে চিন্তা করছি। আমাকে স্বাভাবিক খেলাটা খেলতে হবে। লড়াইটা আমার বলের সঙ্গে নির্দিষ্ট কোনো নামের (খেলোয়াড়) সঙ্গে নয়। দলের জন্য ভালো খেলাই আমার লক্ষ্য।'