আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করবে সাকিব আল হাসানের দল।
সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশ নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবে না বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ।
তাই আফগানদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ খেলাতে পারে বাংলাদেশ। তামিম না থাকায় যথারীতি এ ম্যাচেও বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করতে হবে সৌম্য সরকার এবং লিটন দাসকে।

ওয়ান ডাউনে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান। চার নম্বরে খেলবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পাঁচ নম্বরে খেলার কথা রয়েছে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের।
ছয় নম্বরে খেলবেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে দলীয় ৬০ রানেই শীর্ষ ৬ ব্যাটসম্যানকে হারিয়েছিল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে জিততে হলে উপরের সারির ব্যাটসম্যানদের রানে ফিরতে হবে।
বাংলাদেশের একাদশে ৭ নম্বরে পাকাপোক্তই থাকছেন আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আট নম্বরে খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের নায়ক আফিফ হোসেন।
এই ম্যাচেও তাঁর ওপর বাড়তি প্রত্যাশা থাকবে বাংলাদেশ দলের। ৯ নম্বরে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বোলিংয়ের সাথে ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে চাইবেন এই অলরাউন্ডার।
একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম বলেই উইকেট নিয়েছেন। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণ সামলাবেন তিনিই। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।