বিশ্বসেরা ক্রিকেটারও ব্যর্থ হয়ঃ ম্যাকেঞ্জি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। তাঁর মতে আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন, এখানে অনেক বিশ্বসেরা খেলোয়াড়ও ব্যর্থ হয়।
দলের মেধাবী ক্রিকেটারদের ওপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের এই প্রোটিয়া ব্যাটিং কোচ। কদিন পরই শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। দলটিতে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন বলে জানিয়েছেন ম্যাকেঞ্জি। তাই সবাইকে ধৈর্য ধরতে বলছেন তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশের ব্যাটিং কোচের ভাষ্য, ‘আন্তর্জাতিক ক্রিকেট কঠিন, বিশ্বসেরা ক্রিকেটাররাও ব্যর্থ হয়। তবে আমাদের এই মেধাবী ক্রিকেটারদের ওপর বিশ্বাস রাখতে হবে। শ্রীলঙ্কায় যাচ্ছে যে ‘এ’ দল, তাদের দেখেছি, অনেক মেধাবী ক্রিকেটার আছে সেখানে। আমাদের ধৈর্য্য ধরতে হবে, তাদের ওপর বিশ্বাস রাখতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হওয়া বিশ্বসেরাদের উদাহরণ টানতে গিয়ে সাকিবের কথা উল্লেখ করেছেন ম্যাকেঞ্জি। বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করলেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন সাকিব। দুই-এক ম্যাচের পারফরম্যান্স দেখে উত্তেজিত বা হতাশ হওয়া উচিত নয় বলে মনে করেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
ম্যাকেঞ্জি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কঠিন। আপনি সব সময়ই রান করতে পারবেন না। সাকিবকে দেখতে পারেন। বিশ্বকাপে দুর্দান্ত ছিল। বেশ কয়েকজন আছে, যারা গত ছয় মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ছিল। তবে দুই-এক ম্যাচ ভাল না করলেই সবাই উত্তেজিত বা হতাশ হয়ে পড়ে।’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে দুটি উইকেট নেন সাকিব। দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলিতে গেছে তিনটি উইকেট। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১১ রানের পর দ্বিতীয় ইনিংসে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ৪৪ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার বোলিং করে ৪৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। এরপর ব্যাটিং করতে নেমে মাত্র ১ রান করে ফিরেছেন তিনি। বিশ্বকাপের পর সাকিব সেই ছন্দে না থাকায় এটাকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন ম্যাকেঞ্জি।