promotional_ad

বিপিএলের এই মডেলে লভ্যাংশ ভাগাভাগি সম্ভব নয়!

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে লভ্যাংশ ভাগাভাগির ব্যাপারে আলোচনা হয়েছিল টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিলের। তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে ফ্র্যাঞ্চাইজিবিহীন বিপিএল আয়োজন করতে যাচ্ছে, এর পেছনে এটা অন্যতম কারণ। 


লভ্যাংশ ভাগাভাগির বিষয়টি থেকে দূরে থেকেছে বিপিএলের দল ঢাকা ডায়নামাইটস। তবে তারা বিপিএলের বর্তমান মডেলেও সন্তুষ্ট নয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আইপিএলের মডেল অনুযায়ী অনুষ্ঠিত হবে বিপিএলের আগামী আসর। তবে বিপিএলের ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা মনে করে, এখন যে মডেল আছে তাতে লভ্যাংশ ভাগাভাগি সম্ভব নয়। 



promotional_ad

ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম জানিয়েছেন, আইপিএলের মডেল বাংলাদেশের প্রেক্ষাপটে খাটবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি। বিপিএলের পরবর্তী আসর শুরু হতে সময় আছে মাত্র তিন মাসের মতো। এই সময়ের মধ্যে এটা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী বলেন, ‘আইপিএলের মডেল বাংলাদেশে করা সম্ভব কিনা এটা আমি নিশ্চিত না। এই সময়ের মধ্যে এটা সম্ভব না।’


লভ্যাংশ ভাগাভাগি নিয়ে ওবায়েদ নিজাম বলেন, ‘আমি লভ্যাংশ ভাগাভাগির ব্যাপারে কোনও কথাই বলিনি। বর্তমানে যে মডেল আছে সেটাও আমি সমর্থন করছি না। আমি ঠিকমতো জানিও না এই মডেলটা কী বা কীভাবে হবে। ধরা যাক, আইপিএল। আইপিএলে কী হয়? এক মিলিয়ন ডলারের স্পন্সর থাকে, সেখানে আমাদের মার্কেট ছোট।’


বাংলাদেশের প্রেক্ষাপটে ভিভো, নিশানের মতো বহুজাতিক কোম্পানিগুলো স্পন্সর করতে আগ্রহী নয়। ওবায়েদ নিজাম জানিয়েছেন এই কোম্পানিগুলো ১০ হাজার টাকাও দিতে চায় না। দিলেও এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। ফলে এই বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনায় বসা উচিত বলে মনে করেন ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী। লভ্যাংশ ভাগাভাগি নিয়ে অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রশ্ন তুলেছে, এই বিষয়টিকে সমর্থন দিচ্ছে ঢাকা ডায়নামাইটস।



ওবায়েদ নিজাম বলেছেন, ‘ভিভো, নিসান- এইগুলো কি বাংলাদেশে এখনও স্পন্সর করে? করে না। আমি জানি, এটা কতোটা কঠিন। চার বছর ধরে আমরা ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছি। আমরা জানি এটা কতোটা কঠিন। এমনকি দশ হাজার টাকাও ওরা দিতে চায় না, দেরি করে। আমি বলেছি রেভিনিউ শেয়ারিংয়ের একটি পয়েন্ট। এটা নিয়ে বিসিবির সঙ্গে বসা উচিত। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি এটা নিয়ে প্রশ্ন তুলেছে। আমি এটাকে সমর্থন করি। আমার তো উনাদের কথাও বুঝতে হবে।’


লভাংশ ভাগাভাগি করলে ফ্র্যাঞ্চাইজি ফি বাড়বে বলে ধারণা ওবায়েদ নিজামের। বিপিএলের শুরুতে ফ্র্যাঞ্চাইজি ফি ছিল ৮ কোটি টাকা। গত আসরে ফ্র্যাঞ্চাইজি ফি ছিল দেড় কোটি টাকা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball