অধিনায়ক সাকিবের বিকল্প খোঁজা যেতেই পারেঃ সুজন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অধিনায়কত্ব উপভোগ করছেন না বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্ট শেষে তিনি পরিষ্কার জানিয়েছেন, অধিনায়কত্ব না করতে পারলেই তাঁর ভালো হয়। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, সাকিব অধিনায়কত্ব উপভোগ না করলে তাঁর বিকল্প খোঁজা উচিত।
সাকিবের মতো একজন পারফরমার অধিনায়কত্ব উপভোগ না করলে তাঁর পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক ভারপ্রাপ্ত এই কোচ। শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেছেন তিনি।

এ প্রসঙ্গে সুজন বলেন, ‘এমন একজন সেরা পারফরমার এবং সুপার ক্রিকেট ব্রেইন যদি অধিনায়কত্বটা উপভোগ না করে, তাহলে অবধারিতভাবে তার পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হবে। আমার তো মনে হয়, অধিনায়ক সাকিবের চেয়ে পারফরমার সাকিবের বেশি দরকার বাংলাদেশের। কাজেই সাকিব অধিনায়কত্বটা উপভোগ না করলে বিকল্প খোঁজা যেতেই পারে।’
বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিবকে কোনো কোনো দিক থেকে মাশরাফি বিন মুর্তজার চেয়ে ভালো অধিনায়ক মনে করেন সুজন। এ ছাড়া পারফরমার হিসেবে সাকিবকে বাংলাদেশের সবচেয়ে সেরা বলে আখ্যা দিয়েছেন তিনি।
সুজনের ভাষ্য, ‘সাকিব অন দ্য ফিল্ড খুব ভালো অধিনায়ক। তার মাথা যে কারো চেয়ে ভালো। মাঠে আকার ইঙ্গিতে অনেক সময় মাশরাফির চেয়েও ভালো বলে সাকিব। কোনো যুক্তিতর্ক ছাড়াই পারফরমার হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা সে। তার চেয়ে ভালো আছে বলে আমার জানা নেই।’
সাকিব-মুশফিকরা ২২-২৪ বছর বয়সেই জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছিলেন। তাই এই বয়সের কাউকে অধিনায়ক করলে কোনো ক্ষতি হবে না বলে বিশ্বাস সুজনের। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটারের মতে তরুণ কাউকে অধিনায়কত্ব দিয়ে পরখ করে দেখার এখনই সময়।
সুজন বলেছেন, ‘এখন তো অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও অধিনায়কত্ব করছে। ভারতের বিপক্ষেও এখন করছে। এখানে তো আর বয়স সমস্যা হচ্ছে না। সেখানে যদি তরুণ কেউ অধিনায়ক হতে পারে, তাহলে তো সমস্যা নেই। আমরা তো দিইনি এখনও। তরুণ কাউকে দিয়ে দেখি কী হয়। সাকিব যদি থাকতে না চায়, তাহলে তরুণ কাউকে দিয়ে দেখা যেতে পারে।’