সাকিব অন্য দলে যেতেই পারেঃ ঢাকা ডায়নামাইটস

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে হইচইয়ের শুরুটা হয়েছে সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দেয়ার পর। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় নতুন সাইকেলে অনুষ্ঠিত হবে বিপিএল। ফলে নতুন করে দল গঠন করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তবে কদিন আগেই ফ্র্যাঞ্চাইজিবিহীন বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
শনিবার বিপিএল প্রসঙ্গে কথা বলেছেন ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম। এ সময় সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। ওবায়েদ জানিয়েছেন, একজন খেলোয়াড় দল বদল করতেই পারে। তাই বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন ঢাকা ডায়নামাইটসের এই শীর্ষ কর্মকর্তা। তবে সেটা নিয়ম মেনে হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে ওবায়েদ নিজামের ভাষ্য, ‘সাকিব ছেড়ে গেছে, সে গ্রেট প্লেয়ার। গত তিন বছর সে আমাদের সার্ভিস দিয়েছে। সে অসাধারণ মানুষ, ভালো ক্রিকেটার। আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সে। সে যদি অন্য কোনো দলে খেলতে চায়। আমি এই ব্যাপারে খুবই স্বচ্ছ। সে যদি অন্য কোনো দলে যায় এবং খেলে কোনো সমস্যা নেই। সে এটা করতে পারে। যেকোনো খেলোয়ারই এটা করতে পারে। তবে কিছু কিছু গাইড লাইন আছে, রুলস আছে, নিয়ম আছে যা আমাদের সবার মানতে হবে।’
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে রিটেনশন লিস্ট জমা দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার সেই তালিকা জমা দেয়ার আগেই সাকিবকে দলে ভিড়িয়েছিল রংপুর। ফলে বিষয়টি নিয়ম মেনে হয়নি বলে মনে করেন ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী।
‘ড্রাফটের আগে একটি রিটেনশন লিস্ট যায়। ওই লিস্টের আগে আমাদের তো প্লেয়ারদের সঙ্গে বসতে হয়। আমরা সমঝোতার মাধ্যমে আলোচনা করি কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। সে যদি আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হয় এবং আমরা যদি তাঁর প্রতি আগ্রহী থাকি তাহলে তাকে নিই। এগুলো হওয়ার আগে ট্রানজিশনটা কীভাবে হলো?’
আগামী ৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের। আসন্ন এই আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না। সেই সঙ্গে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএল নামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্টটি তাঁকে উৎসর্গ করা হচ্ছে।