কুমিল্লার অনুরোধ ফিরিয়ে দিলেন বিসিবি সভাপতি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে ফ্র্যাঞ্চাইজিদের ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এবারের আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না এটা আবারও নিশ্চিত করে বলে দিয়েছেন তিনি।
শুক্রবার সংবাদ সম্মেলন আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল বিপিএলে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন, তবে তাদের সেই আগ্রহ গুরুত্ব পাচ্ছে না বিসিবির কাছে। বিসিবি সভাপতি জানিয়েছেন, তাঁরা কোনো দলের স্পন্সর করতে চাইলে বিবেচনা করা হবে।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, 'বিপিএল নিয়ে সব কিছু হয়ে গেছে। ফ্র্যাঞ্চাইজি আর দিচ্ছি না, তাতে কোনো সন্দেহ নেই। ফ্র্যাঞ্চাইজির এবার কোনো সুযোগ নেই। আমরা টিম স্পন্সর করেছি।'
বিপিএলের পুরনো ফরম্যাট ফিরিয়ে আনার জন্য অনুরোধ করে নাফিসা বলেছিলেন, ‘আমার কাছে মনে হচ্ছে যে, আমাদের এখানে অংশগ্রহণ করতে না দিয়ে বঞ্চিত করা হচ্ছে। আমাদের যেটা নিয়ে কথা হচ্ছিল, যে বিষয়ে আলোচনা অসমাপ্ত ছিল, হুট করে আমাদের বাতিল করে দেওয়া হল। আমরা আশা করি যে আমাদের বিষয়টা পুনরায় বিবেচনা করা হবে। আমরা আমাদের সর্বোচ্চ সমর্থন দেবো। আমরা এটার অংশীদার হতে চাই। শ্রদ্ধার সঙ্গে, গর্বের সঙ্গে আমরা এখানে যোগ দিতে চাই।’
নাফিসার এই অনুরোধই ফিরিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি। বিপিএলের আসন্ন মৌসুমে কুমিল্লার দল থাকলেও দলের নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সই থাকবে এমন টা নয়। দলের নামে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি বলেছেন, 'সমস্যাটা হচ্ছে কুমিল্লা থাকবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো নাও থাকতে পারে। এটাও মাথায় রাখতে হবে। আমরা এখনই ইনটেন্ট দিয়ে দিচ্ছি। একপ্রেশন অব ইন্টারেস্টের জন্য। আমরা পত্র-পত্রিকায় কালকেই চলে যাচ্ছি। কারা কারা আগ্রহী তাঁরা যদি আসে অবশ্যই দেখবো।'
বিপিএলের সমস্যার স্থায়ী সমাধানের জন্যই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নাজুমুল হাসান। বিপিএলের এই সমস্যা চিরতরে চুকে গেলে আগের ফরম্যাট ফেরানো হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।
এ প্রসঙ্গে নাজমুল হাসানের ভাষ্য, 'আমরা কিন্তু কাউকে বাদ দিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি। সমস্যা হচ্ছে একটি আমাদের। আমরা এই সমস্যার একটি স্থায়ী সমাধান চাই। যখন আমরা বুঝতে পারবো এই সমস্যা আর হবে না। অবশ্যই আমরা আগের ফরম্যাটে ফিরে যাবো।'