সুযোগ কাজে লাগাতে চেয়েছিলেন আফিফ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফিফ হোসেনের ব্যাটে ভর করে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ জেতানো ইনিংসে আফিফ করেছেন ২৬ বলে ৫২ রান।
দুর্দান্ত এই পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। পুরষ্কার হাতে নিয়ে আফিফ জানিয়েছেন, উইকেটে ইতিবাচক থাকাই তাঁর লক্ষ্য ছিল। সেই সঙ্গে দীর্ঘদিন পর পাওয়া সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে আফিফ বলেন, 'আমি ইতবাচক থাকার চেষ্টা করছিলাম। অনেক দিন পর সুযোগ পেয়েছি। আমি মারতে চেয়েছিলাম এবং ভালো টাইমিং করতে চেয়েছিলাম।'
দলীয় ৬০ রানের মাথায় ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মোসাদ্দেক হোসেনকে নিয়ে সপ্তম উইকেটে ৪৭ বলে ৮২ রানের জুটি গড়েন আফিফ। মূলত এই জুটির কারণেই ম্যাচে ফেরে বাংলাদেশ।
ম্যাচ শেষে আফিফ জানিয়েছেন, মোসাদ্দেকের সঙ্গে তাঁর জুটিটি বেশ উপভোগ্য ছিল। এই জয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের পর স্বস্তি খুঁজতে চাইবে বাংলাদেশ দল।