লজ্জার রেকর্ডে সাকিব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ঘরের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটসম্যান রায়ান বার্ল বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের করা এক ওভারে ৩০ রান নিয়েছেন।


ঘরের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড আর নেই। এক ওভারে নিজেদের মাঠে ৩০ রান দেয়ার রেকর্ড আছে নিউজিল্যান্ডের সাবেক পেসার ড্যারেল টাফির। তিনি ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই খরুচে ওভার করেছিলেন।


promotional_ad

এই তালিকায় আছেন আরেক বাংলাদেশি। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে এক ওভারে ২৯ রান দিয়েছিলেন টাইগার পেসার রুবেল হোসেন। এবার তাকে ছাড়িয়ে গেছেন সাকিব।


জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ রান দেয়া ওভারটি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বাজে ওভারের রেকর্ড নয়। এই রেকর্ডটি বাংলাদেশের আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের দখলে।


বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পথে সাইফউদ্দিনের এক ওভারে ৩১ রান নিয়েছিলেন ডেভিড মিলার। এটাই এখন পর্যন্ত এক ওভারে বাংলাদেশের হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball