promotional_ad

অভিষেকেই রেকর্ড বইয়ে তাইজুল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


কদিন আগেই টেস্টে বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট পূরণ করেছেন তাইজুল ইসলাম। শুক্রবার ত্রিদেশীয় (১৩ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে বাঁহাতি এই স্পিনারের।


অভিষেক টি-টোয়েন্টিতে প্রথম বলেই উইকেট তুলে নিয়ে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তাইজুল। এর আগে ১৫জন ক্রিকেটার টি-টোয়েন্টি অভিষেকে নিজেদের প্রথম বলেই উইকেট পেয়েছেন।



promotional_ad

অভিষেক ম্যাচে মাঠে নেমে তাইজুল নিজের প্রথম বলটি করেছিলেন ব্রেন্ডন টেলরকে। অফ স্টাম্পে পিচ করা বলটি একটু বাউন্স ছিল। বলটি বুঝতে না পেরেই স্লগ সুইপ খেলার চেষ্টা করেন টেলর। তবে ব্যাটে-বলে ঠিক ভাবে না হওয়ায় থার্ড ম্যান অঞ্চলে তিনি ক্যাচ হন মাহমুদউল্লাহ রিয়াদের।


ফলে প্রথম বলে টি-টোয়েন্টিতে উইকেট নেয়া ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন তাইজুল। ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তাইজুল। একই বছর ১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তাঁর।


অভিষেকে হ্যাটট্রিক করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। তবে ওয়ানডেতে তাঁর ক্যারিয়ার দীর্ঘ হয়নি। সব মিলিয়ে ৬টি ওয়ানডে খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৬টি।



সেরা বোলিং পরিসংখ্যান ১১ রানের বিনিময়ে ৪ উইকেট। ওয়ানডে দলে নিয়মিত না হলেও টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল ভরসা তাইজুল। ২৫ টেস্টে তাঁর শিকার ১০৫ উইকেট।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball