এতো বড় জরিমানা দিতে হবে ভাবেনি কুমিল্লা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল।
শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, এমন সিদ্ধান্ত নেয়ার আগে তাদের জানানো উচিত ছিল। অন্তত এক ঘন্টা আগেও হলেও জানানো উচিত ছিল বলে মনে করেন তিনি।

কদিন আগেই বিসিবির কাছে নিজেদের কিছু দাবি জানিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তাদের সেই দাবি আমলে নেয়নি বিসিবি। নাফিসা মনে করেন, বিসিবি অন্তত বলতে পারতো দাবি গুলো মানতে পারছে না। দাবিগুলোর জন্য এতোবড় জরিমানা গুনতে হবে ভাবেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই কর্ণধার।
এ প্রসঙ্গে নাফিসা বলেন, 'আমরা কাছে মনে হয় আমাদেরকে আগে জানানো উচিত ছিল, কিছু দিন আগে কিংবা এক ঘণ্টা আগে হলেও জানানো উচিত ছিল যে আপনারা এইবার আর মাঠে থাকছেন না। আপনাদের যে দাবি ছিল এগুলো আমরা মানতে পারছি না। কিন্তু দাবিগুলোর জন্য এতো বড় জরিমানা দিতে হবে এটা আমরা আসলে কেই ভাবি নাই।'
বিসিবি তাদের প্রস্তাবের কোনো সুযোগ রাখেননি বলেও দাবি করেছেন নাফিসা। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হয়ে তাদের আচরণ এমন হওয়া উচিত নয় বলে মনে করেন নাফিসা। তিনি মনে করছেন এখানে কিছু ফাঁক ফোঁকর রয়েছে।
নাফিসার ভাষ্যমতে, 'বিজনেস প্রসেসে একটা প্রস্তাবের জায়গা থাকে। কিন্তু আমাদের প্রফেশনাল ক্রিকেট বডি বাংলাদেশের, ওখানে এমনটা হওয়া উচিত না। আমার মনে ওখানে কিছুটা ল্যাপ্স রয়েছে। এটা হচ্ছে ফ্যাক্টস।'