promotional_ad

টি-টোয়েন্টির জন্য প্রস্তুত সিনিয়ররা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টেস্ট সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন ফ্লাড লাইটের আলোতে নিজেদের প্রায় ঘন্টা দেড়েক ঝালাই করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাইজুল ইসলামরা। 


টি-টোয়েন্টি সিরিজ দিয়ে টেস্ট হারের ক্ষত দূর করতে মরিয়া হয়েই অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পাওয়া টেস্ট স্পেশালিস্ট খ্যাত স্পিনার তাইজুল ইসলামও নেটে বোলিং করেছেন। 



promotional_ad

তাইজুল-সাব্বিররা ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করলেও অধিনায়ক সাকিব আল হাসান কিছুটা ভিন্নতা দেখিয়েছেন। সতীর্থদের সঙ্গে ফ্লাড লাইটের আলোতে অনুশীলন না করে নিজেকে ঝালাই করেছেন দিনের বেলা।


জানা গিয়েছে, মিরপুরের ইন্ডোরে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। নিজের ব্যাটিংটা ঠিক আছে কিনা সেটা দেখতেই সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করেন এই অলরাউন্ডার। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও ছিলেন তাঁর সঙ্গে।


এদিকে ম্যাচের আগের দিন লং হিটিং অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান। মূলত শেষের দিকে দ্রুত রান তোলার পরিকল্পনাতেই এই দুজন নিজেদের হাত খুলে নেয়ার অনুশীলনটা ম্যাচের আগের দিন করে নিয়েছেন।



মুশফিক অবশ্য দুই বেলাই অনুশীলন করেছেন। ফ্লাড লাইটের আলোতে স্পিনারদের বিপক্ষে নিজেকে ঝালাই করে নিয়েছেন তিনি। তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেনের বলে রিভার্স সুইপ প্র্যাকটিস করেছেন এই ব্যাটসম্যান।


শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। ১৩ই সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ তারিখ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball