গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে যুবারা

ছবি: ছবিঃ এসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪২ রানের ব্যবধানে হারিয়ে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান করে বাংলাদেশ যুব দল। জবাবে লঙ্কান যুবাদের ২৩১ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। তারা দলীয় ২২ রানেই হারায় ওপেনার নাভোদ পারানাবিথানার (১৭) উইকেট। বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি আরেক ওপেনার কামিল মিশ্রও (৩৩)।
ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি ওয়ানডাউন ব্যাটসম্যান রাবিন্দু রাসান্থা। তাঁর ব্যাট থেকে এসেছে ১৭ রান। মিডল অর্ডারে আহান ভিক্রামাসিংহে (৩৩) এবং অধিনায়ক নিপুন ধনঞ্জয়ার ৩৬ ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি।
শেষ দিকে রোহান সঞ্জয়া একা লড়ে গেলেও ৪২ রানের মাথায় তিনি ফিরলে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় ২৩১ রানে। ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন দিলশান মাদুশঙ্কা।

বাংলাদেশ যুব দলের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রকিবুল হাসান। দুটি করে উইকেট নিয়েছেন আশরাফুল ইসলাম এবং শরিফুল ইসলাম। একটি করে উইকেট পেয়েছেন শামীম হোসেন এবং মোহাম্মদ মৃত্যুঞ্জয়।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার তানজিদ হাসান এবং মাহমুদুল হাসান। তানজিদ ১৭ রান করে ফিরলে ৩০ রানে এই জুটি ভাঙে।
মাহমুদুলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি পারভেজ হোসেন ইমন। তিনি আউট হয়েছেন মাত্র ১০ রান করে। তৃতীয় উইকেট জুটিতে অভিজ্ঞ তৌহিদ হৃদয়কে নিয়ে ১২১ রান যোগ করেন মাহমুদুল।
৭৫ বলে ৫০ রানের ইনিংস খেলে হৃদয় ফিরলে এই জুটি ভাঙে। দ্রুত আউট হয়েছেন শামীম হোসেন (২২)। এরপর অধিনায়ক আকবরকে নিয়ে সেঞ্চুরিতে পৌঁছান মাহমুদুল।
সেঞ্চুরি তুলে নেয়ার পর ১২৬ রানে আউট হয়েছেন তিনি। অধিনায়ক আকবর ১৪ রান করে ফিরে গেলে দ্রুত আউট হন মৃত্যুঞ্জয় চৌধুরী (৪)। শেষ দিকে শাহাদাত হোসেন (১২) এবং রকিবুল হাসান (৪) বাংলাদেশের বড় সংগ্রহ নিশ্চিত করে মাঠ ছাড়েন।
শ্রীলঙ্কা যুব দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা। দুটি উইকেট গেছে আশিয়ান ড্যানিয়েলের ঝুলিতে। একটি করে উইকেট পেয়েছেন কাবিন্দু নাবিশান এবং নাভোদ পারানাবিথানা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ যুব দলঃ ২৭৩/৭ (৫০ ওভার) (মাহমুদুল ১২৬, হৃদয় ৫০; মাদুশঙ্কা ৩/৫৪)
শ্রীলঙ্কা যুব দলঃ ২৩১/১০ (৪৭.৪ ওভার) (সঞ্জয়া ৪২, ভিক্রামাসিংহে ৩৩, ধনঞ্জয়ার ৩৬, মিশ্র ৩৩; রকিবুল ৩/৩৫)