promotional_ad

'বাছাই পর্বের শিরোপা আত্মবিশ্বাসের রসদ যোগাবে'

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের ওপেনার সানজিদা ইসলাম।


বাছাই পর্বে ৫ ম্যাচ খেলে ৫২ গড়ে ১৫৬ রান করে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক সানজিদা। সোমবার সন্ধ্যায় দেশে পা রেখে তিনি জানিয়েছেন, এই আত্মবিশ্বাস বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে পারলে তাদের পারফরম্যান্স আরও উন্নতি হবে।



promotional_ad

এ প্রসঙ্গে সানজিদা বলেছেন, 'এই সিরিজ থেকে যে আত্মবিশ্বাস পেয়েছি সেগুলোই কাজে লাগবে। এখন আমরা টি-টোয়েন্টিতে ১৩০-৪০ রান পর্যন্ত করতে পারি। এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে আর পরবর্তী সিরিজগুলো জিততে পারলে আগামী বিশ্বকাপ পর্যন্ত আমাদের পারফরম্যান্স আরও বেশি উন্নতি হবে।’


আগামী বছরের ফেব্রুয়ারিতে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এর আগে বাংলাদেশের মেয়েদের ইমার্জিং সিরিজ আছে। তাছাড়া পাকিস্তান সফরেও যাওয়ার কথা রয়েছে তাদের। তাই এখনই বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না সানজিদা। আপাতত সামনের সিরিজগুলোতেই মনোযোগ দিতে চান তিনি।


বাংলাদেশের এই ওপেনারের ভাষ্য, ‘বিশ্বকাপ এখনো অনেক দেরি আছে। সামনে যে সিরিজগুলো আছে, ‘এ’ টিমের খেলা আছে, ইমার্জিং ট্যুর আছে, পাকিস্তান ট্যুর আছে। এই সিরিজগুলোর দিকেই মনযোগ দিতে চাই।'



নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সালমা খাতুনের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball