এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না সালমা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জাহানারা আলম-সালমা খাতুনরা।
বাছাই পর্বের ফাইনালে জায়গা করে নিয়েই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। দেশে ফিরে নারী দলের অধিনায়ক সালমা খাতুন জানিয়েছেন, আপাতত বিশ্বকাপ নিয়ে ভাবছেন না তিনি। এখন সামনের সিরিজগুলোতে নজর দিতে চায় তাঁর দল।
এ প্রসঙ্গে সালমা বলেন, 'বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের অনেক ধাপ আছে। বিশ্বকাপের আগে আমাদের অনেক সিরিজ আছে। এগুলোতেই আমরা চেষ্টা করবো ভালো করতে। এরপর আমরা বিশ্বকাপ নিয়ে চিন্তা করবো। এরপর যে সিরিজগুলো আছে এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। বিশ্বকাপের আগে এগুলোতেই নজর আমাদের।'

বাছাই পর্বে চ্যাম্পিয়ন হলেও পারফরম্যান্সে উন্নতির বিকল্প দেখছেন না বাংলাদেশ নারী দলের অধিনায়ক। তিনি জানিয়েছেন, দলের কোচিং স্টাফরা ক্রিকেটারদের পারফরম্যান্সে উন্নতি করতে যথেষ্ঠ চেষ্টা করছেন। তাছাড়া বাছাই পর্বে নিজেদের পারফরম্যান্সকে পাশ মার্ক দিচ্ছেন সালমা।
'আমাদের কোচিং স্টাফরা অনেক চেষ্টা করছে আমাদের উন্নতির জন্য। আমাদের প্রধান কোচ আঞ্জু ম্যাম অনেক চেষ্টা করছেন। তিনি চাচ্ছেন আমরা আরও ভালো করি। বিশ্বকাপের ৮ মাস পর আমরা একটি সিরিজ খেলতে পারলাম। আমি মনে করি আমাদের পারফরম্যান্সটা আরেকটু ভালো করা উচিত ছিল। তারপরও আমি মনে করি অনেক ভালো পারফরম্যান্স করেছি আমরা।'
অস্ট্রেলিয়া বিশ্বকাপে ‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন সালমারা।
এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের মেয়েরা লড়বে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের দিন টাইগ্রেসদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ০২ মার্চ, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।