আমাদের স্পিনাররা বাংলাদেশের চেয়ে ভালোঃ নবি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি মনে করেন বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের স্পিনাররা ভালো। এই কারণেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট দেখে খুশি হয়েছিলেন তিনি।
নবির কথায় যুক্তিও আছে। বাংলাদেশকে প্রথম ইনিংসে ২০৫ এবং দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে গুটিয়ে দেয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আফগান স্পিনাররা। দুই ই???িংসে অধিনায়ক রশিদ খানই নিয়েছেন ১১ উইকেট। ফলে পার্থক্যটা স্পষ্ট।
বিদায়ী টেস্ট খেলা নবি জানিয়েছেন, উইকেট দেখেই তাঁরা নিশ্চিত হয়ে গিয়েছিলেন এই ম্যাচ চারদিনেই শেষ হবে। কারণ দুই দলেই অনেক মানসম্মত স্পিনার আছে। বৃষ্টির কারণে যদিও ম্যাচটি পাঁচ দিনে শেষ হয়েছে। তবে পার্থক্য গড়ে দিয়েছেন দুই দলের স্পিনারাই।

এ প্রসঙ্গে নবি বলেন, 'যখন আমরা এই পিচ দেখলাম, নিশ্চিত ছিলাম চারদিনেই এই ম্যাচ শেষ হবে। কারণ দুই দলেই ভালো কয়েকজন স্পিনার আছে। আমাদের স্পিনাররা বাংলাদেশের থেকে ভালো এবং এই কারণে আমরা পিচ দেখে খুশি হয়েছিলাম।'
কদিন আগেই বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান 'এ' দল। বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলা দুটি চারদিনের ম্যাচ এবং ওয়ানডে সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ইব্রাহিম জাদরান।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলেছেন তিনি। মূলত তাঁর কাছ থেকেই বাংলাদেশের উইকেট সম্বন্ধে ধারণা নিয়েছিল আফগানরা। এমনটাই জানিয়েছেন নবি। সেই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ইব্রাহিমকে।
নবি বলেছেন, 'আমরা দুই ইনিংসেই ভালো সংগ্রহ দাঁড় করিয়েছি। বিশেষ করে আমরা তরুণ খেলোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেছিলাম। যে সম্প্রতি 'এ' দলের সঙ্গে এসেছিল বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলতে এবং সে ভালো করেছিল। এটাই প্রমাণ করে তার সামর্থ্য আছে। তাঁর টেস্ট খেলার সামর্থ্য আছে।'