'২০ বছর আগেই ঘরোয়া ক্রিকেটে গুরুত্ব দেয়া উচিত ছিল'
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ক্রিকেটে নবাগত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ২২৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। রশিদ খান-রহমত শাহদের বিপক্ষে ব্যাটে বলে লড়াই জমাতেই ব্যর্থ হয়েছে টাইগাররা। এই হারের পেছনে অনেকে মানহীন ঘরোয়া ক্রিকেটকে দায় দিচ্ছেন।
অবশ্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, ২০ বছর টেস্ট খেলার পর ঘরোয়া ক্রিকেট নিয়ে প্রশ্ন ওঠা ঠিক না। ২০ বছর আগেই উচিত ছিল ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেয়া।

এ প্রসঙ্গে সাকিব বলেছেন, 'এটা তো ২০ বছর আগের কথা হওয়া উচিত ছিল আমাদের ঘরোয়া ক্রিকেটে গুরুত্ব দেয়া উচিত। ২০ টেস্ট ক্রিকেট খেলার পর এটা আলোচনার বিষয় হওয়া উচিত না।'
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন অনেক আগে থেকেই। তাছাড়া, গতানুগতিক স্পিন বান্ধব উইকেটে খেলা নিয়েও অনেক অভিযোগ আছে। যে কারণে মান সম্মত পেস বোলার বের হয়ে আসছে না।
ব্যাটসম্যানরাও ভালো মানের বোলারদের মোকাবেলা করতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে এসে ভুগছেন। এই সমস্যা দূর করতে ব্যাটসম্যানদের মান বাড়ানোর বিকল্প দেখছেন না সাকিব।
'আমরা যদি ধারাবাহিক ভাবে ভালো খেলতে চাই আমাদের প্লেয়ারদের কোয়ালিটি আরও বাড়াতে হবে। তা না হলে সুবিধা বা ফেভার এই জিনিসগুলো নিয়ে আসলে রেজাল্ট করতে পারবো না।'
জাতীয় দলে খেলা ক্রিকেটারদের নিয়েও অভিযোগ আছে। তারা জাতীয় লিগ বা বিসিএলের মতো ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট নানা অজুহাতে খেলেন না। তাই এখনই সময় এসেছে জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করার।