ভীতিই ব্যর্থতার মূল কারণ
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। চাপ নিয়ে খেলে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা, মনে করছেন অধিনায়ক সাকিব আল হাসান। এখানেই আফগানিস্তান থেকে পিছিয়ে গেছে স্বাগতিকরা।
ব্যাটিংয়ের জন্য উইকেট সম্পূর্ণ উপযুক্ত বলে মনে করছেন সাকিব। এমন উইকেটে ব্যাটসম্যানদের নিবেদনের অভাব দেখছেন তিনি। যে কারণে পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, 'উইকেটটা এখন পর্যন্ত খুবই ভালো আছে, সত্যি কথা। উইকেট আসলে খেলার অযোগ্য না। আমরা হয়তো আরও ভালো নিবেদন, প্রত্যয় কিংবা বড় মন নিয়ে খেলতে পারতাম, তাহলে ভালো কিছু করা সম্ভব হতো।
আমি বলব না কারো খেলার ধরণে সমস্যা ছিল। আমি বলব এক্সিকিউশনে অনেক সমস্যা। ওই বড় মন নিয়ে খেলতে না পারা একটা সমস্যা। আপনি এক্সিকিউট করতে না পারায় একটা সমস্যা হচ্ছে, যখন আপনি ভয়ে ভয়ে মারতে যাবেন তখন এক্সিকিউশনে সমস্যা।'
৩৯৮ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। ইতোমধ্যে ৬ উইকেট হারিয়েছে দলটি। আফগানদের থেকে ২৬২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে সাকিবের দল। নিজেদের সামর্থ্য দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বাংলাদেশ, স্বীকার করেছেন সাকিব।
তাঁর ভাষায়, 'আমি যেমন টেস্ট ম্যাচের শুরুতেই বলেছিলাম যে ব্যাটসম্যানরা ম্যাচের পার্থক্য করে দিতে পারবে। উইকেট হয়তো আমরা যেভাবে চেয়েছি ওইভাবে পাইনি। কিন্তু এমন না যে আমরা এভাবে ভেঙে পড়বো। এখানে আমাদের কোয়ালিটি দেখানোর জায়গা ছিল যেখানে আমরা খুব ভালোভাবে ব্যর্থ হয়েছি।'