promotional_ad

অশ্বিন এখনও ভারতের সেরা স্পিনারঃ কুম্বলে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলা হয়নি ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিনের। দুই ম্যাচের টেস্ট সিরিজে একমাত্র স্পেশালিষ্ট স্পিনার হিসেবে খেলেন রবীন্দ্র জাদেজা। 


মূলত ব্যাটিং এবং ফিল্ডিংয়ে উন্নতির কারণে জাদেজাকে একাদশে রাখা হয় বলে সেসময় জানান ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তবে ভারতের সাবেক কোচ এবং কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের মতে বিশ্বের এক নম্বর স্পিনারকে (অশ্বিন) সাইড বেঞ্চে রেখে ভুল করছে ভারত। 


গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন অশ্বিন। অ্যাডিলেডে অনুষ্ঠিত সেই ম্যাচে তলপেটের পেশির ইনজুরিতে ছিটকে পড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন অশ্বিন। দলের অন্যতম সেরা এই ক্রিকেটারকে দলে নেয়ার পক্ষে তাই মত দিয়েছেন কুম্বলে।



promotional_ad

ভারতের সাবেক এই স্পিনার বলেন, 'সে এখনও দলের সেরা স্পিনার। হ্যাঁ, তার কিছু ইনজুরি সমস্যা ছিল এবং প্রতিভা অনুযায়ী সে খেলতে পারেনি, তবে অশ্বিন আপনার দলের এক নম্বর স্পিনার। তাকে স্কোয়াডের অংশ হিসেবে বিবেচিত করা উচিত। তার একাদশে থাকা উচিত। আপনার অবশ্যই উপায় বের করতে হবে তাকে দলে নেয়ার জন্য।'


শুধু বল হাতেই নয়, ব্যাটিংয়েও যথেষ্ট ভূমিকা রাখতে পারেন অশ্বিন। টেস্টে তাঁর রয়েছে ৪টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি। ৩২ বছর বয়সী অশ্বিনের পাশাপাশি দলে বড় ভূমিকা রাখতে সক্ষম একটি সেঞ্চুরি এবং ১৯৮ টেস্ট উইকেটের মালিক জাদেজা। 


জাদেজা এবং অশ্বিন দুইজনকেই তাই দলে দেখতে চান কুম্বলে, 'আমার বদ্ধমূল ধারণা যে স্কোয়াডে অবশ্যই দুইজন স্পিনার থাকতে পারে কারণ অশ্বিন এবং জাদেজা উভয়ই অসাধারণ ব্যাটসম্যান। অশ্বিনের চারটি টেস্ট সেঞ্চুরি রয়েছে। জাদেজা ব্যাট হাতে আসলেই বেশ ধারাবাহিক। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও সে ভালো করেছে।


সে অসাধারণ একজন বোলারও। তারা দুইজনই প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারে। তাই যখন ভারত বাইরে সফর করে, তখন আপনার সবসময় চারজন বোলার প্রয়োজন হবে না ২০ উইকেট নেয়ার জন্য।' 



সাবেক এই তারকা স্পিনার আরো বলেন, 'যদি আপনার দলের কম্বিনেশনে তিন জন পেসার এবং দুই জন স্পিনার থাকে এবং এই দুই স্পিনার ব্যাট হাতেও অবদান রাখতে পারে, তাহলে সেটি উপযুক্ত চিত্র হবে দলের জন্য। এই দুই জন দলের ফ্রন্ট লাইন স্পিনার যারা কিনা আসলেই ভালো ব্যাটসম্যান। তাই আমি মনে করি অশ্বিনের একাদশে জায়গা পাওয়া শুধু সময়ের ব্যাপার এবং আমি এটি দৃঢ়ভাবে বিশ্বাস করি। টিম ম্যানেজমেন্টের এক্ষেত্রে গুরুত্ব দেয়া উচিত এবং আমি বেশ অবাক যে অশ্বিনের মতো এমন কোয়ালিটির একজন স্পিনার টেস্ট ম্যাচে বসে থাকছে।'


ব্যাট হাতে ৬৫ টেস্টে ২৯.১৪ গড়ে ২ হাজার ৩৬১ রান সংগ্রহ করেছেন রবিচন্দ্র অশ্বিন। এছাড়াও ৩৪২ টেস্ট উইকেটের মালিক তিনি। অপরদিকে ৪৩টি টেস্টে ১ হাজার ৫৬০ রান করেছেন জাদেজা এবং রয়েছে ১৯৮ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball