promotional_ad

বাংলাদেশের কন্ডিশন চেনা জাদরানের

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ২১ রানে আউট হয়েছিলেন ইব্রাহিম জাদরান। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন আফগানিস্তানের এই ওপেনার। তবে বাংলাদেশের স্পিনার নাঈম হাসানকে উড়িয়ে মারতে হয়ে ৮৭ রান করে আউট হয়েছেন তিনি।


দিনের খেলা শেষে ডানহাতি এই ওপেনার জানিয়েছেন, বাংলাদেশের চেনা কন্ডিশনই তাঁকে ভালো খেলতে সাহায্য করেছে। কদিন আগেই বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলতে আফগানিস্তান 'এ' দলের সঙ্গে এসেছিলেন তিনি। তাই বাংলাদেশের কন্ডিশন নিয়ে বেশ  ভালো ধারণা আছে বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে জাদরান বলেছেন, 'অবশ্যই, আমি একমাস আগে এখানে ছিলাম এবং আমি বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলছি। আমি ভালো প্রস্তুতি নিয়েছি এবং কন্ডিশন সম্বন্ধে আমার ধারনা আছে। এ কারণেই আমি ভালো খেলেছি।'


গত আগস্টে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ এবং ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানিস্তান 'এ' দল। চারদিনের ম্যাচ এবং ওয়ানডে সিরিজ দুটিতেই সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ১৭ বছর বয়সী জাদরান।


দুটি চারদিনের ম্যাচে ৩ ইনিংসে ব্যাট করে ১০৪.৫০ গড়ে ২০৯ রান করেন তিনি। ওয়ানডে সিরিজে ৫ ম্যাচে ব্যাট করে ৯১ গড়ে ২৭৩ রান আসে তাঁর ব্যাট থেকে। সেই রানের সেই ধারা বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টেও অব্যাহত রাখলেন তিনি।
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball