জয়ের আশা ছাড়ছেন না মিরাজ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তৃতীয় দিন শেষে চট্টগ্রাম টেস্টে চালকের আসনে আফগানিস্তান। ইতোমধ্যে তারা ৩৭৪ রানের লিড পেয়েছে। এখনও তাদের হাতে আছে দুই উইকেট। চতুর্থ দিনে সেই লিড আরও বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। ফলে জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে।
বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ক্রিকেটে অনেক কিছুই হতে পারে, যেকোনো দল জেতা ম্যাচও হেরে যেতে পারে কিংবা হেরে যাওয়া ম্যাচও সহজে জিতে যেতে পারে। প্রথম ইনিংসে ২০৫ রানে অল আউট হলেও দ্বিতীয় ইনিংসে দল ঘুরে দাঁড়াতে এমনটাই মনে করেন এই অলরাউন্ডার। ব্যাটসম্যানরা ভালো করলে জয় পেতেই পারে বাংলাদেশ। তাই জয়ের আশা ছাড়ছেন না মিরাজ।

এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, 'আমাদের ব্যাটসম্যানরা যথেস্ট ম্যাচুরেড। তারা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তারা খুব ভালো করেই জানে এই ম্যাচটি কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমার কাছে মনে হয় প্রথম ইনিংসটা আমাদের খারাপ গিয়েছে। আমরা আসলে ভালো খেলিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসেতো আমরা ভালো খেলতে পারি।'
বাংলাদেশের হাতে আছে এখনও দুইদিন। টাইগারদের প্রাথমিক লক্ষ্য দ্রুতই আফগানিস্তানে বাকি দুই উইকেট তুলে নেয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে এই ম্যাচে জয়ের বিকল্প কিছু দেখছেন না মিরাজ।
'ক্রিকেটে সবকিছুই হতে পারে। আমরা চেষ্টা করবো, যেহেতু আমাদের হাত দুটো দিন সময় আছে। প্রথম কাজ হলো দ্রুত ওদের বাকি দুটি উইকেট নেওয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দায়িত্বটা ঠিকভাবে বুঝে সেটা পালন করা।'
বাংলাদেশের লক্ষ্যটা ইতোমধ্যে সাধ্যের বাইরে নিয়ে গেছে আফগানরা। তাই জেতার জন্য চেষ্টা করার বিকল্প কিছু দেখছেন না তিনি। এখনই জয়-হারের হিসেব নিকেশে যাচ্ছেন না মিরাজ।
মিরাজ বলেছেন, 'আমাদের জন্য এই রান তাড়া করাটা সত্যিই কঠিন। তারপরও আমাদের চেষ্টা করতেতো বাধা নেই। আমাদের সুযোগ নিতে হবে। দুইদিন সময় আছে, চেষ্টাটা আমরা করতে চাই। তারপর হেরে যাই কিংবা জিতে যাই সেটা পরের ব্যাপার। আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে শেষ পর্যন্ত চেষ্টা করা।'