বেড়েই চলেছে বাংলাদেশের লক্ষ্য
ছবি: ছবিঃ বিসিবি , রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম টেস্টে রাজত্ব চলছে আফগানিস্তানের। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশকে চাপে রেখেছে দলটি। সিরিজের একমাত্র টেস্টে ৩৭৪ রানে এগিয়ে আছে আফগানিস্তান। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান করেছে রশিদ খানের দল।
রশিদ খানের দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান এসেছে ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। এছাড়া ৫০ রান করে সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক আজগর আফগান। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান নেন ২টি করে উইকেট।
তৃতীয় দিন সকালে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ অল আউট হয় ২০৫ রানে। ৪৮ রান করে ক্রিজে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। এছাড়া মমিনুল হকের ব্যাট থেকে আসে ৫২ রান। সফরকারী দলের হয়ে অধিনায়ক রশিদ খান নেন ৫ উইকেট।
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৪ রান যোগ করতেই ২ ব্যাটসম্যানকে হারিয়ে বসে আফগানিস্তান। নিজের করা প্রথম ওভারের তৃতীয় এবং চতুর্থ বলেই ইহসানউল্লাহ এবং রহমত শাহর উইকেট তুলে নেন সাকিব।
দুই ব্যাটসম্যানকে হারালেও দলের পক্ষে হাল ধরার চেষ্টায় ব্যাটিং করতে থাকেন দুই ব্যাটসম্যান ইব্রাহীম জাদরান এবং হাশমতউল্লাহ শাহিদি। কিন্তু দলীয় ২৮ রানে শাহিদিকে বিদায় করেন নাঈম হাসান।

শুরুতে বিপদে পড়লেও ইব্রাহিম জাদরান ও আসগর আফগানের ব্যাটে দারুণভাবে চাপ সামলে নেয় আফগানরা। তাদের ব্যাটে ভর করে ২০০'র ওপর লিড নেয় সফরকারীরা। সেই সঙ্গে এই ফরম্যাটে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম।
নিজেদের মধ্যে ১০০ রানের জুটি গড়েন ইব্রাহিম এবং আজগর। তবে তাদের ১০৮ রানের জুটিটি ভাঙতে সক্ষম হন স্পিনার তাইজুল ইসলাম। ৫০ রান করে সাজঘরে ফেরেন আজগর। ২৯৩ রানের বিশাল লিড নিয়ে চা পানের বিরতিতে যায় আফগানিস্তান।
চা পানের বিরতির পর খুব বেশীক্ষণ টিকতে পারেননি আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। ৮৭ রান করে নাঈম হাসানের বলে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। জাদরান ফেরার পর দ্রুত বিদায় নিতে হয় মোহাম্মদ নবিকে।
মিরাজের ৬৮তম ওভারের দ্বিতীয় বলটি সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন এই ব্যাটসম্যান। এরপর দলীয় ২১০ রানের মাথায় আফগান অধিনায়ক রশিদ খানকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান স্পিনার তাইজুল ইসলাম।
২৪ রান নিয়ে সাজঘরে ফেরেন আফগানিস্তান দলপতি। এরপর দলীয় ২৩৫ রানে কায়েস আহমেদকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। ৮ উইকেট হারালেও পরবর্তীতে আর কোনো উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করে আফগানিস্তান।
আফসার জাজাই ৩৪ এবং ইয়ামিন আহমদজাই ০ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং করতে নামবেন। শেষ বিকেলে মাঠে বিদ্যুৎ চলে যাওয়ায় ২ বল আগেই খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। মোট ৮৭.৩ ওভার খেলা মাঠে গড়িয়েছে এদিন।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান (প্রথম ইনিংস)- ৩৪২/১০ (১১৭ ওভার) (রহমত-১০২, আফগান-৯২; তাইজুল-৪/১১৬, নাঈম-২/৪৩
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২০৫/১০ (৭০.৫ ওভার) (মোসাদ্দেক- ৪৮*, মমিনুল-৫২; রশিদ-৫/৫৫, নবি-৩/৫৬)
আফগানিস্তান (দ্বিতীয় ইনিংস)- ২৩৭/৮ (৮৩.৪ ওভার) (আফসার-৩৪*, ইয়ামিন ০* সাকিব- ৩/৫৩, তাইজুল-২/৬৮)
লিডঃ ৩৭৪ রান