লঙ্কান ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে সাঙ্গাকারার পরামর্শ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব ক্রিকেটে দূর্নীতির ৪৩টি ঘটনার তদন্ত করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে ২৩টিতেই নাম জড়িয়ে আছে শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার ক্রিকেটে দুর্নীতির এমন আগ্রাসনে চিন্তিত সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
শ্রীলঙ্কার ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে তরুণ ক্রিকেটারদের জন্য ভালো একটি কাঠামো তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। যেখানে তাঁরা ক্রিকেটের মূল্যবোধ শিখতে পারবে এবং স্বাচ্ছন্দ্যে নিজেদের খেলা চালিয়ে যেতে পারবে।

এ প্রসঙ্গে সাঙ্গাকার ভাষ্য, 'এটা খেলোয়াড়দের শিক্ষা দেয়ার মাধ্যমে শুরু করতে হবে। নিশ্চিত করতে হবে প্রত্যেকে একটি বিশ্বস্ত মাধ্যমের ওপর নির্ভর করবে, যে কাঠামো তাদেরকে মূল্যবোধ এবং সামর্থ্য নিয়ে স্বাচ্ছন্দ্যে খেলতে সাহায্য করবে।'
শ্রীলঙ্কার এই সাবেক ব্যাটসম্যান ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলবোন ক্রিকেট ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁকে অভিনন্দন জানাতে শুক্রবার ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব (এনসিসি) একটি সংবর্ধনার আয়োজন করে।
সেখানে নিজের বক্তব্যের সময় সাঙ্গাকারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা খুব ভালো চোখে দেখার কিছুর নেই। তাই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।
'দুর্ভাগ্যক্রমে, সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুর্নীতিতে শ্রীলঙ্কার নাম এসেছে এবং এটা কোনো ভাবেই ভালো কিছু না।'