আফগানরা আহামরি কিছু করেনিঃ তাইজুল

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৭১ রান। ৮৮ রান নিয়ে অপরাজিত আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান আসগর আফগান। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন আফসার জাজাই। দ্বিতীয় দিন দেখেশুনে খেলতে পারলে রানের পাহাড় গড়তে পারে দলটি। তবে এমন অবস্থাতেও নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম।
গত বছরই ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে আফগানদের। নিজেদের প্রথম ম্যাচে বিরাট কোহলিদের বিপক্ষে ইনিংস এবং ২৬২ রানের ব্যবধানে হারে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের ব্যবধানে হারায় তাঁরা। দুই ম্যাচেই আফগানদের পারফরম্যান্সে আহামরি কিছু দেখছেন না তাইজুল। সে কারণেই নিজেদের এগিয়ে রাখছেন বাঁহাতি এই স্পিনার।

এ প্রসঙ্গে তাইজুল বলেছেন, 'ওদের স্পিনাররা আগেও টেস্ট খেলছে, দুইটা খেলেছে, ইন্ডিয়ার সঙ্গে খেলেছে। কিন্তু যে দুইটা খেলেছে তাতে আমার মনে হয় না আহামরি কিছু করেছে। আমি আমার টিমকে এখনো এগিয়ে রাখবো।'
সাগরিকার উইকেট সবসময়ই ব্যাটিং বান্ধব। তাছাড়া প্রথম দিনে উইকেট থেকে আশানুরূপ সুবিধা আদায় করে নিতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। ফলে আফগান স্পিনাররাও এই উইকেটে প্রভাব বিস্তার করতে পারবেন না বলে বিশ্বাস তাইজুলের। রশিদ খান-মোহাম্মদ নবিরা টেস্টে কতটা ধৈর্য ধরে খেলতে পারে বলে এটাই দেখতে চান বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার।
'এটা তো প্রথমেই বললাম যে আমরা আজকে উইকেটের যে ব্যবহারটা দেখছি তাতে ওদের যে স্পিনার আছে তাতে আমার মনে হয় না খুব ডিফিকাল্ট হবে। যদি এটা টি-টোয়েন্টি বা তেমন খেলা হতো তাহলে আমি হয়তো ওদের ভালো অবস্থায় রাখতাম। কিন্তু খেলাটা টেস্ট। ওদের বোলারদের ম্যাচে ধৈর্য কেমন থাকবে এটাও একটা দেখার বিষয়।'
তাইজুল নিজেদের এগিয়ে রাখলেও চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের স্কোরকার্ডই বলছে চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে আফগানিস্তান। সারা দিনে আট বোলার ব্যবহার করেও আফগানদের অল আউট না করতে পারার ব্যর্থতাই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে।